নতুন প্রযুক্তিতে কলকাতা পুলিশের বড় পদক্ষেপ — আসছে স্মার্ট ব্রিদ অ্যানালাইজার, মদ্যপ চালক ধরা পড়বে মেমোরির জোরে

Kolkata police is going to buy breath analyser to check drunken persons
Kolkata police is going to buy breath analyser to check drunken persons

শহরের রাস্তায় আরও কড়া নজরদারিতে নামছে কলকাতা পুলিশ। উৎসবের মরশুমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা রুখতে লালবাজার এবার কিনছে ৫০টি আধুনিক ও স্মার্ট ব্রিদ অ্যানালাইজার। প্রতিটি যন্ত্রেই থাকবে নিজস্ব মেমোরি, যাতে সংরক্ষিত থাকবে অন্তত দশ হাজার রেকর্ড।

এই স্মার্ট যন্ত্রের মেমোরিতে ধরা থাকবে তারিখ, সময়, পরীক্ষার সময়ের অ্যালকোহলের মাত্রা, গাড়ির নম্বর, পরীক্ষক অফিসারের পরিচয়, এমনকি চালকের ডিজিটাল সই-সহ যাবতীয় তথ্য। থাকছে পাসওয়ার্ড লক ও ডেটা প্রোটেকশনের ব্যবস্থাও, যাতে কোনওভাবেই তথ্যের কারচুপি না করা যায়।

লালবাজার সূত্রে খবর, এই ৫০টি যন্ত্র কিনতে খরচ হচ্ছে প্রায় ২২ লক্ষ টাকা। এগুলি তুলে দেওয়া হবে শহরের ২৬টি ট্রাফিক গার্ডের হাতে, যারা নাকা চেকিংয়ের দায়িত্বে থাকবেন।

এখনও পর্যন্ত প্রতিটি ট্রাফিক গার্ডের কাছে ব্রিদ অ্যানালাইজার থাকলেও, বেশিরভাগই পুরনো মডেলের। আধুনিক প্রযুক্তির এই নতুন যন্ত্রগুলির ওজন মাত্র ৩০০ গ্রাম। তাই দীর্ঘক্ষণ হাতে রাখলেও অসুবিধা হবে না পুলিশকর্মীদের।

নতুন যন্ত্রে থাকছে উন্নত সেন্সর। কোনও চালক দূর থেকে বা ধীরে ফুঁ দিলেও, ১০ সেকেন্ডেই তা শনাক্ত করতে পারবে এই ডিভাইস। তারপর ৩.২ ইঞ্চির এলসিডি টাচ স্ক্রিনে দেখাবে অ্যালকোহলের মাত্রা।

উৎসবের মরশুমে যেমন কালীপুজো, দিওয়ালি, ক্রিসমাস ও বর্ষবরণ — শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বাড়ে বলেই এমন পদক্ষেপ, জানাচ্ছে পুলিশ।

এই প্রযুক্তির ফলে, চালক যদি পরে দাবি করেন, “আমি মদ্যপ অবস্থায় গাড়ি চালাইনি”, তাহলেও সেই দাবি আর ধোপে টিকবে না। ব্রিদ অ্যানালাইজার নিজেই প্রমাণ দেবে।

পথ দুর্ঘটনা রুখতে পুলিশ এই নতুন প্রযুক্তিকে হাতিয়ার করেই রাতের শহরে চালাবে চিরুনি তল্লাশি। শহরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রয়াস — বলছে লালবাজার।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *