প্রধানমন্ত্রী জন ধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana): Account খোলার পদ্ধতি, সুবিধা এবং শর্তাবলী

ভারতের নাগরিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী ”প্রধানমন্ত্রী জন ধন যোজনা” শুরু করেন। প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে ব্যাংকিং সার্ভিস গ্রাম থেকেই শহর পর্যন্ত যেকোনো জায়গাতেই পাওয়া যায়। ২০১৮ সালে প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় প্রত্যেকটি পরিবারের প্রাপ্তবয়স্কদের, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার সুবিধা প্রদান করেছে। এই প্রকল্পের আন্ডারে আর যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেগুলি হল:
- ওভার ড্রাফট ফেসিলিটি যেটি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
- এছাড়াও ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত রূপে ডেবিট কার্ডের সঙ্গে দুর্ঘটনা জনিত ইন্সুরেন্স ১ লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত।
- Life insurance cover: 30,000 টাকা
বর্তমান সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী জন ধন যোজনা আওতায় ভারতের প্রতন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে এবং তারা এই সুযোগ-সুবিধা গ্রহন করে চলেছে। এখনো পর্যন্ত প্রায় 54.13 কোটি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে এবং সেই টাকার পরিমাণ ₹237,086.86 কোটি টাকা। এছাড়াও প্রায় 13.55 লক্ষ ব্যাঙ্ক মিত্র প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় বিভিন্ন সরকারি প্রকল্প সহায়তা প্রদান করার জন্য সারা দেশ জুড়ে কাজ করে চলেছে।
প্রকল্পের আওতায় সুবিধা গুলি হল
সেভিংস একাউন্ট: একজন নাগরিক প্রাপ্তবয়স্ক হলে সে প্রধানমন্ত্রী জন ধন যোজনা আওতায় ব্যাংক একাউন্ট খুলতে পারি এবং ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া তোলা, এটিএম এর ব্যবহার এবং অন্য ব্যাংকিং সুবিধা পেয়ে থাকবে।
ছোট বা স্মল অ্যাকাউন্ট: প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় , যদি কোন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী বা ছেলে বা মেয়ে অ্যাকাউন্ট খুলতে চায় সেটাও সম্ভব। এই সমস্ত অ্যাকাউন্ট সাধারণত বারোমাসের জন্য ভ্যালিড থাকবে এবং পরবর্তী সুযোগ সুবিধা পাওয়ার জন্য পরবর্তী বারোমাস বাড়ানো যেতে পারে।
RuPay এ.টি.এম কার্ড এবং দুর্ঘটনা জনিত ইন্সুরেন্স: প্রধানমন্ত্রী জন ধন যোজনা ২০১৮ সালের পর থেকে, দুর্ঘটনাজনিত ইন্সুরেন্স দিয়ে থাকে, যদি কোন ব্যক্তি ২০১৮ সালের আগে একাউন্ট খুলে থাকে সেক্ষেত্রে এক লক্ষ টাকা ইন্সুরেন্স কভার থাকে।
ব্যাংক মিত্র: ব্যাংক মিত্র হল এক প্রকার ছোট ব্যাংক সাধারণত গ্রাম্য এলাকায় যেখানে সরকারি বা বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা খুবই কম সেখানে বেশিরভাগই ব্যাংকিং কাজ এবং সরকারি প্রকল্প বা সহায়তা সমূহ এই ব্যাংক মিত্রের মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
যোগ্যতা|Eligibility
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় যদি আপনি একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে:
- আপনাকে ভারতীয় হতে হবে।
- যদি মাইনর একাউন্ট খুলতে চান সে ক্ষেত্রে ১০ বছরের উপরে হতে হবে।
- যদি প্রাপ্তবয়স্ক একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে ১৮ বছরের উপরে হতে হতে হবে।
কিভাবে আপনি প্রধানমন্ত্রী জন-ধন যোজনার আওতায় একাউন্ট খুলবেন
- প্রথমে প্রধানমন্ত্রী জন যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যান সেখান থেকে একাউন্ট ওপেনিং এর পিডিএফটি ডাউনলোড করুন।
- এরপর ফিলাপ করে পার্সোনাল ডাটা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী ব্যাংক বা ব্যাংক নেতার সঙ্গে যোগাযোগ করুন।
কি কি ডকুমেন্ট লাগবে ?
- আধার কার্ড
- ভোটার কার্ড/প্যান কার্ড
- স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেমন পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ইলেকট্রিক/টেলিফোন বিল/ওয়াটার বিল
- পাসপোর্ট সাইজ কালার ফটো
- প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট খোলার জন্য ফিলাপ করা ফরম এবং ডকুমেন্ট সমূহ
প্রশ্ন: কিভাবে আমি ব্যাংকর সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করবো?
এক্ষেত্রে ব্যাংকে বা ব্যাংক মিত্রের সঙ্গে যোগাযোগ করুন, আপনি প্রয়োজনীয় ফর্ম ফিলাপের মাধ্যমে এটি সম্পন্ন করতে পারেন।
প্রশ্ন: প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় লোন পেতে গেলে কত প্রসেসিং কি দিতে হতে পারে
কোন প্রসেসিং পি লাগবে না।
প্রশ্ন: প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্টে কিচ্চিক দেওয়া হবে তাকে তবে সেটা বাধ্যতামূলক নয়। আপনি নিতে পারেন বা নাও নিতে পারেন।
প্রশ্ন: এই স্কিমের আওতায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাকে বন্ধ করা যেতে পারে?
হ্যাঁ বন্ধ করা যেতে পারে।
প্রশ্ন: ব্যাংক একাউন্টে ঠিকানা চেঞ্জ কিভাবে করবো?
ঠিকানা চেঞ্জ করার জন্য প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করুন এবং সেফ ডিক্লারেশনের সার্টিফিকেট জমা করুন।
প্রশ্ন: প্রধানমন্ত্রী জন ধন যোজনা কি?
ভারতের নাগরিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী ”প্রধানমন্ত্রী জন ধন যোজনা” শুরু করেন।
- ওভার ড্রাফট ফেসিলিটি যেটি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
- এছাড়াও ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত রূপে ডেবিট কার্ডের সঙ্গে দুর্ঘটনা জনিত ইন্সুরেন্স ১ লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত।
- Life insurance cover of Rs.30,000/-
প্রশ্ন: প্রধানমন্ত্রী জন ধন যোজনা অনলাইন একাউন্ট খুলুন এসবিআই?
না, আপনি অনলাইন একাউন্ট খুলতে পারবেন না। আপনাকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে হবে।
প্রশ্ন: প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট কিভাবে খুলব?
- প্রথমে প্রধানমন্ত্রী জন যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যান সেখান থেকে একাউন্ট ওপেনিং এর পিডিএফটি ডাউনলোড করুন।
- এরপর ফিলাপ করে পার্সোনাল ডাটা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী ব্যাংক বা ব্যাংক নেতার সঙ্গে যোগাযোগ করুন।
প্রশ্ন: আমি কিভাবে আমার PMJDY অ্যাকাউন্ট চেক করতে পারি?
নিকটবর্তী ব্যাঙ্ক বা ব্যাঙ্ক মিত্রতে যোগাযোগ করতে হবে।
প্রশ্ন: জন ধন একাউন্ট নরমাল একাউন্ট?
হাঁ, নরমাল একাউন্ট।
প্রশ্ন: জন ধন একাউন্ট থেকে কত টাকা তোলা যায়?
আপনি সর্বোচ্চ ১০,০০০ টাকা RuPay ATM কার্ড দিয়ে তুলতে পারবেন তবে ১ লক্ষ্য টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
প্রশ্ন: ভারতে জন ধন একাউন্ট কয়টি?
এখনো পর্যন্ত প্রায় 54.13 কোটি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে।
প্রশ্ন: জন ধন যোজনা কিভাবে বাণিজ্যিক ব্যাংকের অর্থ সরবরাহ বৃদ্ধির একটি যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়?
না, বানিজ্যিক কারণে সাধারণত কারেন্ট একাউন্ট বাভার করার জন্য ব্যাঙ্ক থেকে উপদেশ দেওয়া হয়।
source: https://pmjdy.gov.in/home