|

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana): সাবস্ক্রাইবার-এর মৃত্যুতে পান ২ লক্ষ টাকা

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)
Spread the love

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা হল এক রকম ইন্সুরেন্স যেটি ভারতীয় নাগরিকদের যেকোনো কারণে মৃত্যুর জন্য দেওয়া হয়ে থাকে‌‌। এটি একটি বাৎসরিক ইন্সুরেন্স প্ল্যান। তাই এই ইন্সুরেন্সের সুবিধা পেতে গেলে প্রতিবছর রিনিউ করার প্রয়োজন আছে। এই ইন্সুরেন্স প্নান-এ যুক্ত হওয়ার বয়স ১৮-৫০ বছর, তবে সাবস্ক্রাইবার যদি প্রিমিয়াম দিয়ে থাকেন তবে ৫৫ বছর বয়স পর্যন্ত মৃত্যুজনিত ইন্সুরেন্স কভার অর্থাৎ ২ লক্ষ টাকা পাবেন।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধাগুলি কি কি?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় যদি সাবস্ক্রাইবারের মৃত্যু ঘটে সেক্ষেত্রে তার নমিনি দু লাখ টাকা ইন্সুরেন্স কভার পাবেন।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য শর্তাবলী

  1. সাবস্ক্রাইবারের বয়স ১৮ থেকে ৫০ হতে হবে।
  2. সাবস্ক্রাইবারের একটি সেভিংস একাউন্ট থাকতে হবে।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রিমিয়াম প্ল্যান কত টাকা?

  1. যদি কোন সাবস্ক্রাইবার জুন, জুলাই এবং নভেম্বর মাসে যুক্ত হন সেক্ষেত্র তাকে পুরো টাকা যেমন ৪৩৬ টাকা পেমেন্ট করতে হবে।
  2. যদি সাবস্ক্রাইবার ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যুক্ত হন তাকে ২২৮ টাকা পেমেন্ট করতে হবে।
  3. যদি সাবস্ক্রাইবার মার্চ, এপ্রিল বা মে মাসে যুক্ত হন সেক্ষেত্রে ১১৪ টাকা পেমেন্ট করতে হবে।
  4. এক বছরের জন্য পুরো প্রেমিয়াম হল ৪৩৬ টাকা
  5. যদি কোন ব্যক্তি অর্থাৎ সাবস্ক্রাইবার এই ইন্সুরেন্সটি করার ৩০ দিনের মধ্যে মারা যান তবে ইনসুলিন কভারটি পাবেন না কিন্তু যদি এক্সিডেন্টে মারা যান সে ক্ষেত্রে পাবেন।
Sr.No.Enrollment PeriodApplicable Premium
1June, July, AugustAnnual Premium of Rs. 436.
2September, October & November3 quarters of premium @Rs.114 i.e. Rs.342.
3December ,January & February2 quarters of premium @Rs.114 i.e. Rs. 228.
4March, April & May1 quarter premium i.e. Rs.114.

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রিমিয়াম কিভাবে কাটবে?

সাবস্ক্রাইবার যদি একবার সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে তার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা পোস্ট অফিসের একাউন্ট থেকে অটো ডেবিট অর্থাৎ একা একাই প্রতিবছর রিনিউ হিসেবে টাকা কেটে যাবে।

কেউ যদি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যুক্ত হয়ে তা থেকে বেরিয়ে যান আবার কি যুক্ত হতে পারবেন?

হ্যাঁ, আবার যুক্ত হতে পারবেন তবে মনে রাখতে হবে যে যুক্ত হওয়ার ৩০ দিনের মধ্যে যদি এক্সিডেন্ট ছাড়া অন্য কোন কারণে সাবস্ক্রাইবারের মৃত্যু হয় সেক্ষেত্রে তার নমিনি দু লাখ টাকা কভারেজ পাবেন না।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সাবস্ক্রিপশন কিভাবে নেব?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সাবস্ক্রিপশন আপনি ব্যাংক থেকে বা পোস্ট অফিস থেকে ফর্ম ফিলাপের মাধ্যমে কিংবা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি বা প্রত্যেকটি ব্যাংকের নির্দিষ্ট এপ্লিকেশন এর মাধ্যমে এই ইন্সুরেন্সের সুবিধা নিতে পারেন।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় ব্যাংক এবং ইন্সুরেন্স কোম্পানির ভূমিকা কি?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা পরিচালনা করে এল.আই.সি কিংবা যদি অন্য ইন্সুরেন্স কোম্পানি আসতে চান সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পারে। তাছাড়া সাবস্ক্রিবশন করানো, অটো ডেবিট ফেসিলিটি প্রোভাইড করা এবং ব্যাংক একাউন্টের সঙ্গে কাস্টমারের সংযুক্তিকরণ এগুলি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে।

source:

  1. https://financialservices.gov.in/
  2. https://jansuraksha.gov.in/Files/PMJJBY/English/Rules.pdf

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *