সেপ্টেম্বর মাসে প্রায় ১৫ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক : জেনে নিন দিনগুলি নাহলে আপনিও বিপদে পড়তে পারেন

Bank Holidays in September 2025: ২০২৫ সালে দুর্গা পূজার মরশুম সেপ্টেম্বর মাস থেকেই শুরু। সেপ্টেম্বর ২০২৫, মাসে একের পর এক পুজো এবং অন্যন্ন বিশেষ দিন থাকার কারনে মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। আপনি সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ তথা কোন কোন স্থানে, কোন দিনগুলি ব্যাঙ্ক বন্ধ থাকবে তা জেনে নিন নাহলে আপনি বিপদে পড়তে পারেন। সাধারণত প্রতি রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় শনিবার ব্যাংঙ্ক বন্ধ থাকে, এর সঙ্গে যুক্ত হয়েছে অন্যান্য ছুটির দিন যেগুলিতে ব্যাঙ্ক সম্পূর্ণ বন্ধ বন্ধ থাকবে। রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Negotiable Instruments Act ১৮৮১। আইনের মাধ্যমে ছুটি ঘোষণা করে থেকে। এছাড়াও প্রতিমাসে প্রতি রাজ্যের কিছু বিশেষ উৎসব থাকে সেগুলিকে ধরে ব্যাংকের ছুটির ক্যালেন্ডার বানানো হয়েছে।
সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা (September ২০২৫)
| তারিখ | সপ্তাহের দিন | ছুটির এলাকা |
|---|---|---|
| ৩ সেপ্টেম্বর | বুধবার | পশ্চিমবঙ্গ, রাঁচি |
| ৫ সেপ্টেম্বর | শুক্রবার | আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজয়ওয়াড়া – ইদ-ই-মিলাদ/মিলাদ-উন-নবি |
| ৬ সেপ্টেম্বর | শনিবার | গ্যাংটক, জম্মু, রায়পুর, শ্রীনগর – ইদ-ই-মিলাদ/ইন্দ্রযাত্রা |
| ১২ সেপ্টেম্বর | শুক্রবার | জম্মু, শ্রীনগর – ঈদ-ই-মিলাদ-উল-নবি-পরবর্তী শুক্রবার |
| ২২ সেপ্টেম্বর | সোমবার | জয়পুর – নবরাত্রি স্থাপন |
| ২৩ সেপ্টেম্বর | মঙ্গলবার | জম্মু, শ্রীনগর – মহারাজা হরি সিং জি-র জন্মদিন |
| ২৯ সেপ্টেম্বর | সোমবার | আগরতলা, গ্যাংটক, কলকাতা – মহা সপ্তমী/দুর্গা পূজা |
| ৩০ সেপ্টেম্বর | মঙ্গলবার | আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, জয়পুর, গুয়াহাটি, কলকাতা, পাটনা, রাঁচি – মহাঅষ্টমী/দুর্গা অষ্টমী/দুর্গা পূজা |
এছাড়াও , রবিবার (ছুটির দিন) (৭, ১৪, ২১, ২৮ সেপ্টেম্বর) এবং দ্বিতীয় শনিবার (১৩ সেপ্টেম্বর) ও চতুর্থ শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাঙ্ক বন্ধের দিনগুলিতে কিভাবে ব্যাঙ্কিং লেনদেন করবেন?
ব্যাঙ্ক বন্ধের দিনগুলিতে আপনি এটিএম , UPI , ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং প্রভৃতির মাধ্যমে এটিএম মেশিন বা অনলাইন লেনদেন করতে পারবেন। তবে যদি আপনার একান্তই টাকা তোলা , চেক জমা দেওয়া কিংবা ব্যাঙ্ক সম্পর্কিত কোনো কাজ থাকে তবে আগেই সেরে ফেলতে হবে।
মোদ্দাকথা, সেপ্টেম্বর মাসে অনেকগুলি ছুটির কারণে আপনার টাকাপয়সার লেনদেন বা অন্যান্য কাজে বিঘ্ন ঘটতে পারে তাই আগে থেকেই প্রস্তুত হয়ে থাকুন।





