গতিধারা প্রকল্প – Gatidhara Scheme in West Bengal: কমার্সিয়াল গাড়ি কিনলে পশ্চিমবঙ্গ সরকার দেবে ১ লক্ষ টাকা, কিভাবে ?

Gatidhara scheme in bengali: পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে গতিধারা প্রকল্প। এটি আগস্ট, ২০১৪ সালে শুরু হয়েছিল।
এই প্রকল্পের আওতায় সেই সমস্ত বেকার যুবক-যুবতীরা সাহায্য পাবেন যাদের মাসিক পারিবারিক ইনকাম 25,000 টাকার থেকে কম। পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা যদি কমার্শিয়াল গাড়ি কিনে চালাতে চান, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পাওয়া যেতে পারে সম্পূর্ণ 1,00,000 টাকা পর্যন্ত ভাতা।
পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটির আওতায় বহু বেকার যুবক-যুবতীরা তাদের কর্মসংস্থান করতে পেরেছেন।
আরও জানুন: Rupashree Prakalpa West Bengal Status: সম্পূর্ণ বিবরণ
Contents
- 1 গতিধারা প্রকল্পের সুবিধা (Gatidhara car price)
- 2 গতিধারা প্রকল্পের বিবরণ (Overview of Gatidhara Scheme in West Bengal)
- 3 গতিধারা প্রকল্পের জন্য যোগ্যতা (Eligibility Criteria Gatidhara scheme in bengali)
- 4 গতিধারা প্রকল্পে কিভাবে আবেদন করবেন (How to apply in Gatidhara Scheme West Bengal)
- 5 গতিধারা প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন (Documents required to apply in Gatidhara Scheme in West Bengal)
- 5.1 গতিধারা প্রকল্পের ফান্ডিং এর বিবরণ (Funding Distribution under Gatidhara Scheme)
- 5.2 কোন কোন ব্যাংক গতিধারা প্রকল্পের আওতায় লোন দিতে পারে (Which bank provide loan in Gatidhara Scheme)
- 5.3 গতিধারা প্রকল্পের জন্য কোন ডিপার্টমেন্ট নজরদারি করবে (Nodal Department of Gatidhara Scheme West Bengal)
- 5.4 গতিধারা প্রকল্পে আবেদন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস (Method to apply Gatidhara Scheme and Documents Required)
- 5.5 গতিধারা প্রকল্পের আন্ডারে যে লোন দেওয়া হয় তার সুদের হার (Rate of Interest in Gatidhara Scheme)
- 5.6 কতদিনের মধ্যে গতিধারা প্রকল্পের আওতায় লোন শোধ করতে হবে (Loan Repayment time under Gatidhar Scheme West Bengal)
- 5.7 গতিধারা প্রকল্প সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ লিংকস (Important Links)
- 6 গতিধারা প্রকল্পের কিছু প্রশ্ন/FAQs on Gatidhara Prakalpa in West Bengal
- 6.1 1. গতিধারা প্রকল্প কি ? (What is Gatidhara Prakalpa?)
- 6.2 2. কোন ডিপার্টমেন্ট গতিধারা প্রকল্পটি চালু করে? Which Department Started Gatidhara Prakalpa?
- 6.3 3. গতিধারা প্রকল্প কবে চালু হয়? (When was Gatidhara Prakalpa started?)
- 6.4 4. গতিধারা প্রকল্পের লক্ষ্য কি ? (What is the objective of Gatidhara Scheme in West Bengal?)
- 6.5 5. গতিধারা প্রকল্পের আওতায় কত টাকা ছাড় পাওয়া যেতে পারে ?(How much subsidy is given in Gatidhara Scheme?
- 6.6 6. পরিবারের কতজন গতিধারা প্রকল্পের আওতায় আসতে পারেন ?
- 6.7 7. পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যের যুবক-যুবতীরা কি Apply করতে পারবেন ? (Can the unemployed persons from other state apply in Gatidhara Scheme?
গতিধারা প্রকল্পের সুবিধা (Gatidhara car price)
পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা যদি কমার্শিয়াল গাড়ি কিনে এবং চালিয়ে সেখান থেকে তারা রোজগার করতে চান সেক্ষেত্রে গাড়ি কেনার উপরে পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে ৩০ শতাংশ ছাড়, সর্বাধিক ১ লক্ষ টাকা (Rs. 1,00,000/-) পর্যন্ত যেটি গাড়ির Ex-Showroom দামের উপর ধার্য হবে।
গতিধারা প্রকল্পের বিবরণ (Overview of Gatidhara Scheme in West Bengal)
| প্রকল্পের নাম | গতিধারা প্রকল্প |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| বেনিফিসিয়ারী | পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা |
| প্রকল্প শুরুর তারিখ | অগাস্ট ২০১৪ সাল থেকে |
| পশ্চিমবঙ্গ গতিধারা স্কিম-এ আবেদনের তারিখ | 2025 বর্ষে এখনো চালু আছে |
| বয়স সীমা | 25 থেকে 45 বছর পর্যন্ত |
| সুবিধা অর্থাৎ টাকার পরিমান | 1 লক্ষ টাকা পর্যন্ত |
| Official website | লিংক |
গতিধারা প্রকল্পের জন্য যোগ্যতা (Eligibility Criteria Gatidhara scheme in bengali)
গতিধারা প্রকল্পের সুযোগ নিতে গেলে নিচে দেওয়া শর্ত গুলি পূরণ করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের লেবার ডিপার্টমেন্টের আওতায় এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এ নথিভুক্ত করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ২৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে (যদি এস.সি কিংবা এস.টি হন সেক্ষেত্রে ০৫ বছরের ছাড় পাবেন এবং ও.বি.সি হলে ০৩ বছরের ছাড়া পাবেন।)
- আবেদনকারীর পরিবারের মাসিক ইনকাম ২৫,০০০ টাকা কিংবা তার কম হতে হবে।
- একটি পরিবারের আওতায় একজন পরিবারের সদস্য এই প্রকল্পের আওতায় সুবিধা ভোগ করতে পারবেন।
আরও জানুন: Student Credit Card West Bengal, স্টুডেন্ট ক্রেডিট কার্ড : সম্পূর্ণ বিবরণ [2024]
গতিধারা প্রকল্পে কিভাবে আবেদন করবেন (How to apply in Gatidhara Scheme West Bengal)
যেহেতু আবেদনকারীকে পশ্চিমবঙ্গের লেবার ডিপার্টমেন্টের এমপ্লয়মেন্ট ব্যাংকের আওতায় নথিভুক্ত করা উচিত সে ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করতে হবে।
এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হওয়ার পদ্ধতিটি (Gatidhara scheme apply online):
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর ওয়েবসাইট-এ ভিজিট করুন। https://employmentbankwb.gov.in/index.php
- এরপর New Enrollment Job Seeker অপশনটিতে ক্লিক করুন এরপর Terms and Condition এ ঠিক চিহ্ন দিয়ে Accept and Continue বাটন-এ ক্লিক করুন।
- এরপরে প্রয়োজনীয় ডিটেইলস দিয়ে ফর্মটি Submit করুন।


গতিধারা প্রকল্পে আবেদন করার পদ্ধতি (Gatidhara scheme apply online):
- আবেদনকারীকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আবেদনকারী যে ডিলারের কাছ থেকে গাড়িটি কিনবেন সেই ডিলারের প্রয়োজন মতো সমস্ত ডকুমেন্ট জোগাড় করতে হবে।
- এরপর এই গাড়িটি কেনার জন্য যার কাছ থেকে টাকা পাওয়া যাবে অর্থাৎ Financer চয়ন করতে হবে।
- গাড়িটি কেনার পরে পারমিট এর জন্য অফার লেটার এবং গতিধারা প্রকল্পের আওতায় ভাতা পাওয়ার 1 মাসের (1 month) মধ্যে গাড়িটির রেজিস্ট্রেশন করাতে হবে।
আরও জানুন : Lakshmir Bhandar Scheme: Full Details, Status Check
গতিধারা প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন (Documents required to apply in Gatidhara Scheme in West Bengal)
গতিধারা প্রকল্পে আবেদন করার জন্য নিচে দেওয়া ডকুমেন্টসগুলি প্রয়োজন :
- ইনকাম সার্টিফিকেট
- এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশনের প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- যে কোন আইডেন্টিটি প্রুফ
- ব্যাংকের ডিটেলস
- পাসপোর্ট সাইজের ফটো
- দি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিতে হবে
- আবেদনকারীর কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
- আবেদনকারী যদি যুবশ্রী প্রকল্পের আওতায় কোন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা পেয়ে থাকেন সেক্ষেত্রেও তিনি গতিধারা প্রকল্পের আওতায় আসতে পারেন।
গতিধারা প্রকল্পের ফান্ডিং এর বিবরণ (Funding Distribution under Gatidhara Scheme)
- পশ্চিমবঙ্গ সরকার আবেদনকারীকে 30% অর্থাৎ সর্বাধিক 1,00,000 টাকা পর্যন্ত ভাতা দেবে।
- সম্পূর্ণ গাড়ি কেনার জন্য যে টাকা খরচ হবে তার 5% আবেদনকারীকে দিতে হবে (মার্জিন মানি হিসেবে)।
- বাকি ৬৫ শতাংশ Financer ব্যাংক দেবে যেটি লোন কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে গণ্য হবে।
কোন কোন ব্যাংক গতিধারা প্রকল্পের আওতায় লোন দিতে পারে (Which bank provide loan in Gatidhara Scheme)
- পশ্চিমবঙ্গে অবস্থিত Nationalised Bank, Regional Rural Bank, Co-operative bank or Any financial Institution of West Bengal Government, যেগুলি গতিধারা প্রকল্পের আওতায় আবেদনকারীকে লোন দিতে পারে।
গতিধারা প্রকল্পের জন্য কোন ডিপার্টমেন্ট নজরদারি করবে (Nodal Department of Gatidhara Scheme West Bengal)
- পশ্চিমবঙ্গের Labour Department গতিধারা প্রকল্পের Nodal Agency হিসেবে তত্ত্বাবধান করবেন কিন্তু Transport Department এর যৌথ সহযোগিতা।
গতিধারা প্রকল্পে আবেদন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস (Method to apply Gatidhara Scheme and Documents Required)
- আবেদনকারীকে আবেদনপত্র গ্রহণ করতে হবে সাব-ডিভিশনাল অফিসার-এর অফিস থেকে এবং যদি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আওতায় পড়েন সেক্ষেত্রে Joint Directorate Employment Exchange, পূর্ত ভবন, সল্টলেক, থেকে গতিধারা প্রকল্পের ফর্মটি নিতে হবে।
- আবেদনকারীকে Annexure -I ফর্ম টি ফিলাপ করতে হবে।
- এরপর Annexure-II অনুযায়ী একটি দিতে হবে ইনকাম সার্টিফিকেট আন-এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দিতে হবে।
- বয়স প্রমাণপত্রের জেরক্স দিতে হবে।
- ড্রাইভিং লাইসেন্সের জেরক্স দিতে হবে।
- পরিবারের ইনকাম সার্টিফিকেট এবং বেকার থাকার সার্টিফিকেটটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্পোরেশনের চেয়ারম্যান, Municipality চেয়ারম্যান এম.এল.এ, এম.পি বা যে কোন গ্রুপে A অফিসারের কাছ থেকে পেতে পারেন।
- গাড়িতে কেনার জন্য টোটাল প্রজেক্ট রিপোর্ট দিতে হবে।
- গাড়িটি কেনার জন্য যে প্রজেক্ট রিপোর্ট তৈরি হবে সেটিং কোন গভমেন্ট অফিসিয়াল যাঁরা ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে রয়েছেন তাদের কাছ থেকে, কিংবা কোন প্রাইভেট প্র্যাকটিশানার এর কাছ থেকে পেতে পারেন।
- উপরিউক্ত ফর্মগুলি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ওয়েবসাইটে কিংবা এস.ডি.ও অফিস বা কলকাতার অফিস থেকে পেতে পারেন।



গতিধারা প্রকল্পের আন্ডারে যে লোন দেওয়া হয় তার সুদের হার (Rate of Interest in Gatidhara Scheme)
পশ্চিমবঙ্গ সরকারের আওতায় যেসব স্কিম গুলি চলছে, তার যে ইন্টারেস্ট রেট (Interest Rate) কিংবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সময়ের সঙ্গে সঙ্গে যে Rate of Interest ঠিক করে। সেই মতো গতিধারা প্রকল্পের আওতায় যে লোন দেওয়া হয় তার সুদের হারও সমান হবে।
কতদিনের মধ্যে গতিধারা প্রকল্পের আওতায় লোন শোধ করতে হবে (Loan Repayment time under Gatidhar Scheme West Bengal)
সাধারণত পাঁচ থেকে সাত বছরের (5-7 Years) মধ্যে সমস্ত টাকা আপনাকে ব্যাংকে দিতে হবে যদি কেউ টাকা দিতে না পারেন সে ক্ষেত্রে Public Demand Recovery Act, 1930 আওতায় আপনি টাকা দিতে বাধ্য থাকবেন।





