Krishak Bandhu Scheme West Bengal: পশ্চিমবঙ্গের চাষীদের সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সালে কৃষক বন্ধু প্রকল্পটি শুরু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল চাষের জন্য, চাষীদেরকে আর্থিক সহায়তা করা এবং চাষীদের অকালে মৃত্যু ঘটলে তার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
এই প্রকল্পের আওতায় একজন চাষী সর্বাধিক 10,000 টাকা এক বছরে পেতে পারেন। যেটি দুই কিস্তিতে চাষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এছাড়াও, চাষীর যদি ৬০ বছরের আগে মৃত্যু ঘটে সেক্ষেত্রে 2,00,000/- টাকা (দুই লক্ষ টাকা) দেওয়া হয়।
আরও জানুন:
- Gatidhara Scheme in bengali (গতিধারা প্রকল্প): কমার্সিয়াল গাড়ি কিনলে পশ্চিমবঙ্গ সরকার দেবে ১ লক্ষ টাকা, কিভাবে?
- দুর্দান্ত সুযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-এ: Lakshmir Bhandar Scheme: Full Details, Status Check
কৃষক বন্ধু স্টেটাস চেক (Krishak Bandhu Status Check)

কৃষক বন্ধু ID নম্বর চেক (Krishak bandhu ID Number Check)
কৃষক বন্ধু ফর্ম (Krishak Bandhu Form pdf)
কৃষক বন্ধু প্রকল্পের বিবরণ (Overview of Krishak Bandhu Scheme in West Bengal)
প্রকল্পের নাম | কৃষক বন্ধু প্রকল্প |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বেনিফিসিয়ারী | পশ্চিমবঙ্গের কৃষক |
প্রকল্প শুরুর তারিখ | 2019 |
পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের তারিখ | 2025 বর্ষে এখনো চালু আছে |
বয়স সীমা | 18 থেকে 60 বছর পর্যন্ত |
সুবিধা অর্থাৎ টাকার পরিমান | 10,000 টাকা/ 4,000 টাকা |
Official website | লিংক |

কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য (Objective of Krishak Bandhu Prakalpa)
এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের চাষিরা দুই রকম সহায়তা পেয়ে থাকে:
- চাষের আগে কৃষি উপকরণ ক্রয় করার জন্য সহায়তা
- অসময়ে কৃষকের মৃত্যু হলে তার পরিবারের আর্থিক সুরক্ষা প্রদান
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা (Benefits of Krishak Bandhu Prakalpa West Bengal)
- কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে, 1 (এক) একরের কম জমির মালিক কৃষকদের বার্ষিক 4,000 টাকা প্রদান করা হয়। এই পরিমাণ, প্রতি বছর 2 কিস্তিতে বিতরণ করা হয়, অর্থাৎ 2000 টাকা, 2 টি কিস্তিতে, মোট 4,000/- টাকা দেওয়া হয়।
- 1 একর বা তার বেশি জমির মালিক সকল কৃষককে বার্ষিক মোট 10,000 টাকা প্রদান করা হয়, প্রতি বছর 5,000 টাকার দুটি কিস্তিতে বিতরণ করা হয়।
- এছাড়াও, কৃষকবন্ধু প্রকল্পের অধীনে, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা যান, তবে তাদের পরিবারকে এককালীন 2,00,000/- টাকা (2 লাখ টাকা) প্রদান করা হয়।
কৃষক বন্ধু প্রকল্পটির অধীনে আসার যোগ্যতা (Eligibility Criteria for Krrishak Bandhu Prakalpa West Bengal)
- কৃষকদের নিজ নামে কৃষিযোগ্য জমির পরচা/ পাট্টা / বনবিভাগের পাট্টা থাকতে হবে অথবা নিবন্ধীকৃত ভাগচাষী হতে হবে।
- নিজের নামে জমি নেই কিন্তু প্রকৃত জমির মালিকের উত্তরাধিকারিরাও এই প্রকল্পের সুযোগ পেতে পারেন
- নিজের নামে জমি না থাকলে দলিল/দানপত্র/দেবোত্তর/অন্যান্য নথি, স্বঘোষনাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের ওয়ারিশান সার্টিফিকেট লাগবে।
- যে ব্লকে কৃষকের ভোটার কার্ড আছে সেই ব্লকে তিনি আবেদন করবেন অন্য ব্লক বা জেলায় তাঁর কোন জমি থাকলে ওই একই আবেদনে তা বিবেচিত হবে।
আরও জানুন: Student Credit Card West Bengal, Student Credit Card Apply Online, Eligibility: সম্পূর্ণ বিবরণ
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন পদ্ধতি: দুয়ারে সরকার ক্যাম্প থেকে (Application of Krishak Bandhu Scheme in West Bengal at Duare Sarkar Camp)
নির্ধারিত ফর্মে/ফরম্যাটে আবেদনপত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। দরখাস্ত পূরণ করে ও তার সাথে নিম্নলিখিত প্রয়োজনীয় নথির ফটো কপি সংযুক্ত করে জমা দিতে হবে।
- জমির পরচা, পাট্টা, বর্গানথি, বনবিভাগের পাট্টা।
- আধারকার্ড (বাধ্যতামূলক)
- ভোটারকার্ড (বাধ্যতামূলক)
- বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর পাসবই এর প্রথম পাতার প্রতিলিপি অথবা বাতিল চেক (ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রাষ্ট্রায়ত্ব,বানিজ্যিক ব্যাঙ্ক / রাজ্য সমবায় ব্যাঙ্ক / জেলা সমবায় ব্যাঙ্ক/ গ্রামীণ ব্যাঙ্ক এর হতে হবে (জন-ধন অ্যাকাউন্ট চলবে না এবং আধার সুংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে)
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার-এর সাথে সংযুক্ত মোবাইল নম্বর (বাধ্যতামুলক)
কৃষক বন্ধু (মৃত্যুজনিত সহায়তা) প্রকল্পে আবেদন (Application for Krishak Bandhu Scheme West Bengal)
1. কৃষক বন্ধু (মৃত্যুজনিত সহায়তা) প্রকল্পের অধীনে আসার যোগ্যতা:
- এই প্রকল্পে ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষক অথবা নথিভুক্ত ভাগচাষীর মৃত্যু হলে তাঁর আইন সম্মত উত্তরাধিকারী (গণ) এককালীন দুই লক্ষ টাকা সহায়তা পাওয়া যোগ্য হতে পারেন।
2. গ্রাম পঞ্চায়েত স্তরে আবেদন করার পদ্ধতি:
যোগ্য দাবিদার (গণ) “দুয়ারে সরকার” শিবির থেকে আবেদন পত্র পাবেন। নিন্মলিখিত নথিসহ পূরণ করা আবেদন পত্র ঐ শিবিরে জমা দেবেন-
- মৃত কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর সচিত্র পরিচয় পত্রের প্রত্যায়িত প্রতিলিপি (ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট প্রভৃতি)
- মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্রের প্রতিলিপি।
- সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইন সম্মত উত্তরাধিকারী (গণ) এর শংসাপত্র দেবেন।
- মৃত কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর নামে জমির সাম্প্রতিক পরচার প্রত্যায়িত প্রতিলিপি।
- দাবিদার (গণ) শিবিরে সরবরাহ করা স্বঘোষণা পত্র দরখাস্তের সাথে জমা দেবেন। নাবালক আবেদনকারীর ক্ষেত্রে স্বঘোষণা পত্রের সাথে স্বাভাবিক। আইন সম্মত অভিভাবকের ঘোষণাপত্র পেশ করতে হবে।
দুয়ারে সরকার ক্যাম্পে যে পরিষেবা গুলি পাওয়া যায় (Service offered at Duare Sarkar Camp, West Bengal)
- নতুন কৃষকের নথিভুক্তিকরণ।
- আধার ডেটা থাকা কৃষকদের সংশোধিত আধার তথ্য সংগ্রহ এবং আধার ডেটা নেই এমন কৃষকদের আধার তথ্য গ্রহন করা এবং পরবর্তীতে সংগৃহীত/ক্যাপচার করা ডেটার জৈব-প্রমাণিকরণ (Bio-Authentication)।
- কৃষকের মোবাইল নম্বর সংগ্রহ/সংশোধন এবং উল্লিখিত মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি-র উপর ভিত্তি করে ব্যাঙ্ক একাউন্ট -এর সাথে নিবন্ধীকরণ যাতে কৃষকরা কৃষকবন্ধু সহায়তার সফল লেনদেনের আপডেট এবং অন্যান্য সম্পর্কিত তথ্য পেতে পারেন।
- বর্তমান সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক এর তথ্যের সত্যতা যাচাইকরণ / সংশোধন এবং সেই তথ্য কৃষক বন্ধু পোর্টালে অন্তর্ভুক্তিকরণ।
- কৃষকের তথ্য সংশোধন এবং তার জমির তথ্যের সংযোজন/বিয়োজন/ সংশোধন/ ও অন্যান্য তথ্য পরিবর্তন।
- স্বঘোষনা পত্র দ্বারা নথিভুক্ত কৃষকদের ROR/জমির মিউটেশন সংক্রান্ত সহায়তা।
- কৃষক বন্ধু (মৃত্যুজনিত সহায়তা) প্রকল্পের আবেদন এবং তৎসংলগ্ন সহায়তা।
- কৃষক বন্ধু (নতুন) ও অন্যান্য প্রকল্পগুলির জন্যে নব প্রযুক্তির Whatsapp ChatBOT তথ্য পরিষেবা (Whatsapp No.9830383383) এর সাথে পরিচিতিকরণ। প্রতারক গোষ্ঠী থেকে সাবধানে থাকবেন।
- মৃত সুবিধাভোগী / হদিশ পাওয়া যায়নি এমন সুবিধাভোগী / অবৈধ অ্যাকাউন্ট সংশোধন করা হয়নি এমন সুবিধাভোগী কৃষি জমি বিক্রি হয়ে গেছে এমন সুবিধাভোগী। নকল সুবিধাভোগী প্রভৃতির ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য কৃষক বন্ধু পোর্টাল থেকে অপসারণ করা হবে।
কৃষক বন্ধু লিংকস (Important Links)
- https://www.krishakbandhu.net
- For any Query: krishak.bandhu@ingreens.in
কৃষক বন্ধু প্রকল্প : FAQs
1. কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে ? (Documents required for applying Krishak Bandhu Prakalpa)
ভোটার কার্ড, আধার কার্ড, পরচা/স্বঘোষনাপত্র সহ জমির নথি এবং ওয়ারিশান সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা / বাতিল চেক (যাচাই এর জন্য মূল নথি সঙ্গে আনতে হবে) এর একটি করে প্রতিলিপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে যুক্ত মোবাইল নম্বর। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রাষ্ট্রায়ত্ত্ব/বানিজ্যিক ব্যাঙ্ক / রাজ্য সমবায় ব্যাঙ্ক / জেলা সমবায় ব্যাঙ্ক/গ্রামীণ ব্যাঙ্ক এর হতে হবে। জন-ধন অ্যাকাউন্ট চলবে না। আধার সুংযুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে।
2. কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পদ্ধতি কি? (Application process for Krishak Bandhu Prakalapa)
আবেদনকারী কৃষক বাংলা ভাষায় দরখাস্ত (ইংরাজি/নেপালি পার্বত্য এলাকার জন্য) ও স্বঘোষনাপত্র (যদি প্রয়োজন হয়) পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পের কৃষক বন্ধু কাউন্টারে জমা দেবেন।
3. দরখাস্তকারী কি প্রাপ্তি স্বীকারের রসিদ পাবেন? (Is Acknowledgement given after Krishak Bandhu Application submission)
হ্যাঁ, তাঁরা প্রাপ্তি স্বীকারের রসিদ পাবেন। কৃষক বন্ধু সাপোর্ট স্টাফ দরখাস্তের প্রাপ্তিস্বীকার অংশ টি আবেদনকারীকে Acknowledgement ID লিখে ফেরত দেবেন, যা ভবিষ্যতে প্রয়োজন হবে।
4. কৃষক কত টাকা সহায়তা পাবেন? (Benefits under Krishak Bandhu Scheme West Bengal)
কৃষক ১ একর বা তার বেশী চাষযোগ্য জমি থাকলে বছরে সর্বাধিক ১০০০০/ টাকা দুটি সমান কিস্তিতে খরিফ ও রবি মরশুমে পাবেন। ১ একরের কম জমি থাকলে কৃষক আনুপাতিক হারে টাকা পাবেন যার ন্যূনতম পরিমান বছরে ৪০০০/- টাকা দুটি সমান কিস্তিতে।
5. কি রূপে টাকা পাবেন? (How Krishak Bandhu amount is credited?)
উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে (DBT)।
6. কীভাবে একজন কৃষক তার কাছে অর্থ প্রদানের তথ্য পাবেন? (How to check Krishak Bandhu Status?)
প্রদেয় অর্থের তথ্য নিবন্ধিত মোবাইল নম্বরে (যদি প্রদান করা হয়ে থাকে) SMS এর মাধ্যমে প্রদান করা হয়, এবং KB পোর্টালে যোগ করা হয়। এছাড়াও, কৃষকরা তার KB ID /আধার নম্বর/মোবাইল নম্বর/এপিক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চ্যাটবট (Whatsapp Chatbot) তথ্য পরিষেবা (Whatsapp নং 9830383383) এর মাধ্যমে প্রদেয় আর্থিক সহায়তার তথ্য (অর্থ, অর্থপ্রদানের তারিখ, অর্থপ্রদানের মরশুম ইত্যাদি) পেতে পারেন। কৃষকবন্ধু পোর্টাল থেকেও এটি পাওয়া যেতে পারে।
7. প্রদেয় অর্থ না পাওয়ার ক্ষেত্রে একজন কৃষকের কী করা উচিত? (What to to if Krishak Bandhu amount is not credited?
অর্থপ্রদানের লেনদেন ব্যর্থ হলে বা অবৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রে কৃষকরা সহায়তার জন্য ADA ব্লক-এর সাথে যোগাযোগ করতে পারেন।
8. প্রকল্পটির অধীনে আসার যোগ্যতা (Eligibility criteria for Krishak bandhu Scheme)
কৃষকদের নিজ নামে কৃষিযোগ্য জমির পরচা / পাট্টা / বনবিভাগের পাট্টা থাকতে হবে অথবা নিবন্ধীকৃত ভাগচাষী হতে হবে।
[krishak bandhu, krishak bandhu net, krishak bandhu.net, krishak bandhu status, krishak bandhu status check, krishak bandhu beneficiary list, krishak bandhu id, krishak bandhu id number check, krishak bandhu status check wb, krishak bandhu status check west bengal, krishak bandhu form, krishak bandhu status check online west bengal, wb krishak bandhu application status check,
krishak bandhu prakalpa, krishak bandhu status check online, krishak bandhu status check voter id, krishak bandhu beneficiary status, krishak bandhu dot net, krishak bandhu status check online by voter id, krishak bandhu.gov.in, krishak bandhu list, matir katha krishak bandhu, wb krishak bandhu, krishak bandhu gov in, krishak bandhu scheme, krishak bandhu app, krishak bandhu next installment date, krishak bandhu portal, krishak bandhu application form, krishak bandhu check, krishak bandhu cheque, krishak bandhu website, krishak bandhu installment date 2023, krishak bandhu login, krishak bandhu online application]