|

দুর্দান্ত সুযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-এ: Lakshmir Bhandar Scheme: Full Details, Status Check [2025]

Lakshmir Bhandar Scheme- লক্ষ্মী
Spread the love

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালিত সবচেয়ে জনপ্রিয় এবং বড় অর্থনৈতিক সাহায্য হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করেন।

প্রাথমিকভাবে আর্থিক সহায়তার পরিমাণ ছিল যথাক্রমে এস.সি/এস.টি  মহিলাদের জন্য 1000 টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য ছিল 500 টাকা কিন্তু বর্তমান বর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে সাধারণ/ও.বি.সি ক্যাটাগরি মহিলাদের জন্য 1000 টাকা এবং এস.সি/এস.টি মহিলাদের জন্য 1200 টাকা

সরকারের মতে, এই সাহায্যটি দেওয়ার ফলে মহিলারা তাদের সংসার জীবনের ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র এবং নিজেদের চাহিদার কিছু অংশ পূরণ করতে সক্ষম হয়েছে। এলাকার মহিলাদের ক্ষেত্রে এই সরকারি সাহায্য পরিবারের মোট ইনকামের অংশ হিসেবে যোগ দিয়েছে। শহরের মহিলাদের কাছেও এই পরিমাণটি যথেষ্ট উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ।

আরও জানুন: Rupashree Prakalpa West Bengal Status? How to apply Rupashree Prakalpa? Rupashree Form PDF: সম্পূর্ণ বিবরণ [2025]

Contents hide

Lakshmir Bhandar Status Check by Aadhar Number

👉লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক 👈

Lakshmir Bhandar Status Check by Application ID

👉লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক 👈

Lakshmir Bhandar Status Check by Swasthya Sathi Card Number

👉লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক 👈

Lakshmir Bhandar Status Check by Mobile Number

👉লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক 👈

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পাওয়ার জন্য যোগ্যতা/ Eligibility Criteria for Lakshmir Bhandar Scheme

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  2. আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে।
  3. আবেদনকারীকে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  4. আবেদনকারীকে অবশ্যই স্বাস্থ্য সাথী প্রকল্পে অধিভুক্ত করতে হবে।
  5. আবেদনকারী যদি স্থায়ী সরকারি চাকরিজীবী/কেন্দ্রীয় সরকারের প্রাক্তন চাকুরীজীবী/ রাজ্য সরকারের কোন কর্মী/ স্থায়ী বডি/ পাবলিক সেক্টর আন্ডারটেকিং/পঞ্চায়েত বা মিউনিসিপাল কর্পোরেশন স্থানীয় বডি /শিক্ষক বা অশিক্ষক কর্মী হন কিংবা যারা যেকোনো সরকারি কিংবা আধা সরকারি শিক্ষা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এবং যারা প্রতিনিয়ত বেতন কিংবা পেনশন পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সহায়তা পাবেন না।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Lakshmir Bhandar Scheme

  1. আবেদন পত্রটি পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। সেটি কি পূরণ করে যথাযথ তথ্য ভরে  এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পেই জমা দিতে হবে।
  2. দুয়ারে সরকার ক্যাম্পে অবস্থিত রাজ্য সরকারের কর্মচারীগণ, আবেদনকারীর কাছ থেকে পাওয়া আবেদন পত্রটি যাচাই করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ভেরিফাই করে জমা নেবেন। এরপর গ্রাম্য এলাকার ক্ষেত্রে বি.ডি.ও এবং শহরে এলাকার ক্ষেত্রে এস.ডি.ও বা অন্যান্য ভারপ্রাপ্ত কারিগারিগণ লক্ষ্মীর ভান্ডার পোর্টালে আবেদনকারীর নথিভুক্ত করবেন এবং পরবর্তী স্তরে জেলা অধিকারীর কাছ থেকে ফাইনাল সম্মতি গ্রহণ করেন।
  3. যদি আবেদনকারী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর অন্তর্গত হন সেক্ষেত্রে মিউনিসিপাল কমিশনারের কাছ থেকে ফাইনাল সম্মতি গ্রহণ করা হয়।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে টাকা পাওয়ার পদ্ধতি / How to get money from Lakshmir Bhandar Scheme

  • যোগ্য আবেদনকারীগণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে নিজেদের ব্যাংক একাউন্টে টাকা পাবেন। টাকার পরিমান হল জেনারেল ক্যাটাগরি মহিলাদের ক্ষেত্রে 1000 টাকা এবং এস.সি/এস.টি ক্যাটাগরি মহিলাদের ক্ষেত্রে 1200 টাকা।
  • এক্ষেত্রে মনে রাখবেন যে ব্যাংক অ্যাকাউন্টটি আধার লিঙ্ক হতে হবে।
  • বছরে একবার করে আবেদনকারীর জীবনের স্ট্যাটাস অর্থাৎ জীবিত কিংবা মৃত তা ভেরিফাই করা হয়। জন্মের ক্ষেত্রে রেজিস্টার অফ বার্থ এবং মৃত্যুর ক্ষেত্রে অনলাইন ভেরিফিকেশন করা হয়।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Lakshmir Bhandar Scheme

  • আবেদনকারীর স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে অর্থাৎ স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে।
  • আধার কার্ড।
  • এস.টি বা এস.টি  সার্টিফিকেট (যদি থাকে)
  • ব্যাংক একাউন্ট ডিটেলস। ব্যাংক একাউন্ট ডিটেলস-এ স্বাক্ষর করতে হবে এবং তাতে একাউন্ট নাম্বার আই.এফ.এস.সি কোড, এম.আই.সি.আর কোড এবং একাউন্ট হোল্ডার এর নাম স্পষ্ট ভাবে মুদ্রিত থাকা দরকার।
  • আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো
  • একটি নিজের সম্মতি পত্র। এখানে বলা থাকবে যে : আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনি একজন মহিলা, আপনি কোন সরকারি চাকরি করেন না বা পেনশন পান না, যদি আপনি কোন সরকারি সাহায্য বা বেতন বা পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিবরণ / Overview of Lakshmir Bhandar Scheme

প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
রাজ্যপশ্চিম বঙ্গ 
বেনিফিসিয়ারী পশ্চিমবঙ্গের মহিলাগণ 
প্রকল্প শুরুর তারিখ February 2021
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের তারিখ2025 বর্ষে এখনো চালু আছে
বয়স সীমা25 to 60 years.
সুবিধা অর্থাৎ টাকার পরিমানRs. 1,200 per month for SC/ST.
Rs. 1,000 per month for OBC/General
Official websitehttps://www.socialsecurity.wb.gov.in

লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্টেটাস চেক/ Lakshmir Bhandar Scheme Payment Status Check

আপনি বাড়িতে বসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্টেটাস চেক করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার এর পেমেন্ট স্টেটাস চেক করতে নিচে দেওয়া পদ্ধতি গুলি পরপর করুন।

Step 1: এই ওয়েবসাইট টিতে যান  Lakshmir Bhandar scheme website.

Step 2: আপনার Application ID, মোবাইল নম্বর , আধার নম্বর বা স্বাস্থ্য সাথী নম্বর দিন।

Step 3: ভেরিফাই করার জন্য captcha code দিয়ে , Search Button-এ ক্লিক করুন।

Step 4: এরপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক পেমেন্ট স্টেটাস আপনার স্ক্রিন-এ দেখতে পাবেন।

আরও জানুন : Student Credit Card West Bengal, Student Credit Card Apply Online, Eligibility: সম্পূর্ণ বিবরণ [2024]

লক্ষ্মীর ভান্ডার হেল্পলাইন নম্বর/ Lakshmir Bahandar Scheme Helpline Number

লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে আপনার কোন তথ্য জানার ইচ্ছে থাকলে আপনি নিচে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। অথবা নিচে দেওয়া এই মেইলটিতে mail করতে পারেন।

হেল্পলাইন নম্বর – 033-22143526

Mail ID – duaresarkarteam@gmail.com

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমান/ Amount given in Lakshmir Bhandar Scheme

  • Women from SC/ST Category? Rs. 1,000/- per monthRs. 1,200/- per month.
  • Women from General/OBC Category:  Rs. 5,00/- per month Rs. 1,000/- per month.

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম পূরণ করার পদ্ধতি/ How to fill the application form of Lakshmir Bhandar Scheme

আগেই বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকার ক্যাম্পে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নেওয়ার পর নিচে দেওয়া ডিটেলস পূরণ করুন:

পার্সোনাল ডিটেলস (Personal details)

  1. স্বাস্থ্য সাথী কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখুন
  2. আবেদনকারীর নাম
  3. মোবাইল নম্বর
  4. ইমেইল ID (যদি থাকে)
  5. জন্ম তারিখ
  6. আবেদনকারীর বয়স (01/01/2025 পর্যন্ত)
  7. বাবার নাম
  8. মায়ের নাম
  9. স্বামীর নাম
  10. যদি SC/ST হয়ে থাকেন তবে ঠিক চিহ্ন দিন
  11. যদি SC/ST নম্বর থাকে তবে তা লিখুন

Contact Details

  • রাজ্য –পশ্চিমবঙ্গ
  • জেলা – আপনার জেলার নাম লিখুন
  • পুলিশ স্টেশন – আপনার পুলিশ স্টেশন এর নাম লিখুন
  • ব্লক/মিউনিসিপালিটি/কর্পোরেশন – আপনি যেখানে বসবাস করেন সেটি কোন এলাকা তা লিখুন
  • পঞ্চায়েত/ওয়ার্ড নম্বর- গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর লিখুন
  • গ্রাম/শহর/সিটি – আপনার এলাকার টাইপ লিখুন
  • বাড়ি/এলাকার নম্বর – বাড়ির বা এলাকার নম্বর লিখুন
  • পোস্ট অফিস – পোস্ট অফিস এর নাম লিখুন
  • পিন কোড – আপনার এলাকার পিন কোড দিন

ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস (BANK ACCOUNT DETAILS)

  • ব্যাঙ্ক এর নাম : আপনার একাউন্ট যে ব্যাঙ্ক এর সেটির নাম লিখুন (যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক )
  • ব্যাঙ্ক শাখার নাম: যে শাখাতে একাউন্ট রয়েছে তার নাম
  • ব্যাঙ্ক একাউন্ট নম্বর : আপনার ব্যাঙ্ক একাউন্ট নম্বর
  • IFSC কোড : ব্যাঙ্ক এর ব্রাঞ্চ এর IFSC code লিখুন
  • Bank Name* – Write your Bank Name (example: STATE BANK OF INDIA )
  • Bank Branch Name* – On this box write the applicant’s bank branch name.
  • Bank Account No.* – Write the account number correctly.
  • IFS Code* – Yours Bank IFS Code write this box.

সংযুক্ত নথির তালিকা স্বাসাক্ষর ফটোকপি (সঠিক বাক্সে ঠিক দিন ) ENCLOSURE LIST (SELF-ATTESTED COPIES) (Please tick (√ ) appropriate boxes)

এখানে যে যে ডকুমেন্টস দিয়েছেন তার পাশে ঠিক চিহ্ন দিন (I You have to tick on those documents you have attached with the form).

  • Coloured Passport-size Photograph* (পাসপোর্ট মাপের রঙিন ছবি )
  • Copy of Swasthyasathi Card, if there (স্বাস্থ্য সাথী কার্ড এর ফোটোকপি )
  • Copy of Aadhaar Card (আঁধার কার্ড -এর ফটোকপি)
  • Copy of SC/ST Certificate, if SC/ST * (তপসিলী জাতি বা উপজাতি এর যদি সার্টিফিকেট থাকে তার ফোটোকপি )
  • Copy of Bank Pass Book* (ব্যাঙ্কের পাশ বই -এর ফটোকপি)
  • Other (অন্যান্য ডকুমেন্টস যদি থাকে )

SELF DECLARATION

  • That I am a resident of West Bengal/আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা
  • I do not earn any monthly remuneration/pension from any regular Government job/আমি কোন ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না
  • All the information and documents submitted by me are correct to the best of my knowledge. If any of the information/documents is found to be false, penal action shall be taken against me and the benefit will be terminated/ আমার জমা করার সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণ হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং আমার আবেদন বাতিল করা হবে।

আবেদনকারীর স্বাক্ষর 

Date: তারিখ                                                                                                (Signature of Applicant)

স্বীকৃতিপত্র (ACKNOWLEDGEMENT)

I, ……………..(এখানে আবেদনকারীর নাম)………….., daughter/wife of………….……..(এখানে বাবা /স্বামীর নাম)………………………..……, have submitted Lakshmir Bhandar application on (লক্ষ্মীর ভান্ডার এর জন্য আবেদন জমা করলাম) ……………(ফর্ম জমা করার তারিখ)……………..(Date).

  •  My mobile no./ আমার মোবাইল নম্বর : আপনার মোবাইল নম্বর লিখুন
  • Swasthyasathi Card no./স্বাস্থ্যসাথী কার্ড এর নম্বর লিখুন
  • Aadhaar no./আঁধার নম্বর : আধার কার্ড এর নম্বর লিখুন
Rupashree Prakalpa

Application Form

Guidelines

কিভাবে বেনিফিসিয়ারি ID চেক করবেন/ How to Check Your Beneficiary ID

  • লক্ষ্মীর ভান্ডার এর ওয়েবসাইট টিতে যান : Go to Lakshmir Bhandar official website https://socialsecurity.wb.gov.in/
  • Track Application Status এ ক্লিক করুন/ Click on Track Application Status option.
  • Now enter, Application ID/ Mobile No/Aadhar Card No or Swasthya Sathi No.
  • Enter the Captcha Code and Click on the Search button.
  • এখন আপনি Lakshmir Bhandar Beneficiary ID দেখতে পাবেন, you can view your Lakshmir Bhandar Beneficiary ID Number and Application Number.

ফোন নম্বর দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক /Lakshmir Bhandar status check with phone number

ফোন নম্বর দিয়ে ও আপনি লক্ষ্মীর ভান্ডার এর স্টেটাস চেক করতে পারবেন। (Check your Lakshmir Bhandar status by phone number just following the below steps)

  • লক্ষ্মীর ভান্ডার এর ওয়েবসাইট টিতে যান : Go to Lakshmir Bhandar official website https://socialsecurity.wb.gov.in/
  • Track Application Status এ ক্লিক করুন/ Click on Track Application Status option.
  • Now enter, Mobile No
  • Enter the Captcha Code and Click on the Search button.
  • এখন আপনি Lakshmir Bhandar Beneficiary ID দেখতে পাবেন I, you can view your Lakshmir Bhandar Beneficiary ID Number and Application Number.
Lakshmir bhandar application status

এপ্লিকেশন ID দিয়ে লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক /Lakshmir Bhandar status check with application ID

Lakshmir Bhandar status check with application ID process is given below:

  • লক্ষ্মীর ভান্ডার এর ওয়েবসাইট টিতে যান : Go to Lakshmir Bhandar official website https://socialsecurity.wb.gov.in/
  • Track Application Status-এ ক্লিক করুন/ Click on Track Application Status option.
  • Now enter, Application ID
  • Enter the Captcha Code and Click on the Search button.
  • এখন আপনি Lakshmir Bhandar Beneficiary ID দেখতে পাবেন/ You can view your Lakshmir Bhandar Beneficiary ID Number and Application Number.

লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক আধার নম্বর দিয়ে / Lakshmir Bhandar status check by Aadhar number

How to check Lakshmir Bhandar status by using Aadhar number? Follow all steps: 

  • লক্ষ্মীর ভান্ডার এর ওয়েবসাইট টিতে যান : Go to Lakshmir Bhandar official website https://socialsecurity.wb.gov.in/
  • Track Application Status এ ক্লিক করুন/ Click on Track Application Status option.
  • Now enter,Aadhar Card No.
  • Enter the Captcha Code and Click on the Search button.
  • এখন আপনি Lakshmir Bhandar Beneficiary ID দেখতে পাবেন/ You can view your Lakshmir Bhandar Beneficiary ID Number and Application Number

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর/ Lakshmir Bhandar: FAQs

1. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কি?

মহিলাদের আর্থিক সহায়তার উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছে, যার মাধ্যমে মহিলাদের যথাক্রমে 1200 এবং 1000 টাকা দেওয়া হয়ে থাকে।

2. কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির জন্য যোগ্য?

পশ্চিমবঙ্গে মহিলাগণ যাদের বয়স 25-60-এর মধ্যে।

3. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য কি?

এই প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সাবলম্বী করে তোলা।

4. কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কাজ করে?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে মাসিক হারে DBT এর মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে।

5. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে কিছু শর্ত আছে কি?

হ্যাঁ, আপনি যদি চাকুরীজীবী হন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে পারবেন আপনার।

6. কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবো?

দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা আপনার এলাকার সংশ্লিষ্ট অফিস থেকে ফর্ম সংগ্রহ করে, ফর্মটি ভরে জমা দিন।

7. লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কি কি ডকুেন্টস লাগবে?

1. আঁধার কার্ড
2. ভোটার কার্ড
3. প্যান কার্ড
4. নিজের ফটো
5. ব্যাংক একাউন্ট নম্বর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *