মুক্তিধারা প্রকল্প (Muktidhara Scheme in West Bengal): সম্পূর্ণ বিবরণ
২০১৩ সালের ৭ই মার্চ, পুরুলিয়া জেলাতে ‘মুক্তিধারা ’প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়। যেটি SHG (Self Help Groups), SE (Self Employment) বিভাগের প্রশাসনিক তত্ত্বাবধানে এবং NABARD (ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট) এর সহযোগিতায় চালু হয়েছে।
মুক্তিধারা প্রকল্পের লক্ষ্য
- স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বিভিন্ন বিষয়ে স্বনির্ভর করে তোলা।
- প্রকল্পের আওতায় গোষ্ঠীগুলির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া।
- প্রথম ধাপে, প্রতি স্বনির্ভর গোষ্ঠীকে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া।
- বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর আওতাভুক্ত করা।
- ব্যাঙ্ক-এর চলতি সুদের উপর সর্বাধিক ৯ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়।
লাভার্থী
এস.এইচ.জি সদস্যগণ
সুবিধাসমূহ
- এস.এইচ.জি দলের সঙ্গে যুক্ত পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আনছে।
- যুবক এবং যুবতীদের জন্য জন্য দক্ষতা উন্নয়ন এবং ব্যাংক ঋণ দিয়ে ব্যবসা বা উদ্যোগে সহায়তা পাচ্ছে।
source: