পথসাথী প্রকল্প (Pathasathi Scheme in West Bengal): সম্পূর্ণ বিবরণ
কোথাও যাত্রার সময় রাস্তায় শৌচাগার ব্যবহার করার প্রয়োজন হলে, সব জায়গায় এই সুবিধা পাওয়া যায় না। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি প্রবল। এই অসুবিধার কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, “পথসাথী” প্রকল্প।
প্রতি ৫০ কিলোমিটার অন্তর জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে প্রতিষ্ঠিত হবে Pay and Use টয়লেট। এছাড়াও থাকবে বিশ্রাম কক্ষ, রেস্তোরাঁ এবং রাত্রী কালীন থাকার বাসস্থান। এসবই একই ছাদের নিচে গঠিত থাকবে।
জেলাভিত্তিক পাথসাথী এর লিস্ট:
পথসাথী প্রকল্পের সুবিধাগুলি
- জাতীয় সড়কের পাশে প্রতি ৫০ কিলোমিটার অন্তর “পথসাথী” বাসস্থান তৈরি করা হবে।
- একই ছাদের নিচে থাকবে আহার, রাতে থাকার ব্যবস্থা এবং শৌচাগার।
- দূরের যেকোনো পর্যটক এই “পথসাথী” বাসস্থান রাত কাটাতে পারবে।
- খুব অল্প খরচে আহার এবং থাকার সুবিধা লাভ করতে পারবে।
- “পথসাথী” বাসস্থান গুলিতে পর্যটকদের পরিষেবা প্রদান করার জন্য অনেক কর্মচারী নিয়োগ করা হবে।
- এর মাধ্যমে অনেক বেকার মানুষ স্বনির্ভর হতে পারবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
Locations

source: https://wb.gov.in/government-schemes-details-pathasathi.aspx