|

বিয়ে করার জন্য সরকার দেবে টাকা|Rupashree Prakalpa West Bengal Status? How to apply Rupashree Prakalpa? Rupashree Form PDF: সম্পূর্ণ বিবরণ [2025]

কিভাবে রূপশ্রী প্রকল্পে আবেদন করবেন রূপশ্রী প্রকল্প স্টেটাস রূপশ্রী টাকার পরিমান
Spread the love

রূপশ্রী প্রকল্প হল একটি জনকল্যাণমূলক প্রকল্প যেটি ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে অনগ্রসর পরিবারের মহিলাদের বিবাহের জন্য এককালীন টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়ার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের মহিলারা যাতে গর্বের সঙ্গে বিবাহ নামক শুভ কার্যটি স্বনির্ভর ভাবে সম্পন্ন করতে পারে।

এক্ষেত্রে মনে রাখবেন যে, এই আর্থিক সহায়তা শুধুমাত্র পরিবারের প্রধান যাতে করে বিবাহ কার্য সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন তার জন্যই পেয়ে থাকেন। এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমান 25000 টাকা। যিনি বিবাহ করবেন সেই কন্যার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে একাউন্টে 25000 টাকা পশ্চিমবঙ্গ  সরকার কর্তৃক প্রদান করা হয়।

তবে এটি পাওয়ার জন্য অনেকগুলি শর্ত পূরণ করা প্রয়োজন যেমন যিনি বিবাহ করবেন সেই মহিলার বয়স ১৮ বছরের উপরে হওয়া দরকার, বিবাহ পশ্চিমবঙ্গের মধ্যেই সম্পন্ন হওয়া দরকার এবং মহিলা ন্যূনতপক্ষে দশম শ্রেণী পাশ হওয়া দরকার।

আরও জানুন : দুর্দান্ত সুযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-এ: Lakshmir Bhandar Scheme: Full Details, Status Check [2024]

Contents hide

রুপশ্রী প্রকল্প সম্পর্কে বিবরণ / Overview of Rupashree Prakalpa

প্রকল্পের নাম রূপশ্রী  প্রকল্প
রাজ্যপশ্চিমবঙ্গ 
বেনিফিসিয়ারী পশ্চিমবঙ্গের মহিলাগণ 
প্রকল্প শুরুর তারিখ 1st April, 2018
রূপশ্রী প্রকল্পে আবেদনের তারিখ2025 বর্ষে এখনো চালু আছে
বয়স সীমা18 বছর (21 বছর পাত্রের বয়স)
সুবিধা অর্থাৎ টাকার পরিমানRs. 25,000/- টাকা
Official websitehttps://wbrupashree.gov.in/

রূপশ্রী প্রকল্প-এর আবেদন ফর্ম কোথায় থেকে পাবেন ? (From Where to Get the Application Form of Rupashree Prakalpa)

রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র বিনামুল্যে নিম্নলিখিত অফিসগুলি থেকে পাওয়া যায়:

  1. গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস
  2. মিউনিসিপাল এলাকার জন্য সাব-ডিভিশনাল অফিসারের অফিস
  3. কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনারের অফিস, বরো অফিস বা ওয়ার্ড অফিস
  4. অথবা ফর্মটি  https://banglayojona.in/ https://banglayojona.in/rupashree-prakalpa-west-bengal পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন।

রূপশ্রী প্রকল্পটি পাওয়ার যোগ্যতা/ Eligibility Criteria for Rupashree Prakalpa

নিম্নলিখিত শর্তগুলি পূরণ হলে রূপশ্রী প্রকল্পটি সহজেই পেতে পারবেন :

  1. পাত্রীর পরিবারের  আয় ১.৫ লাখের থেকে কম হওয়া প্রয়োজন।
  2. কন্যার বয়স 18 বছর হওয়া উচিত।
  3. আবেদন করার সময় কন্যা অবিবাহিত থাকা উচিত।
  4. বর্তমানে যে বিবাহের জন্য আবেদন করছেন সেটি প্রথম বিবাহ হওয়া উচিত।
  5. কন্যা সন্তানকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে (যিনি কমপক্ষে পাঁচ বছর এই রাজ্যে রয়েছেন)
  6. যে পাত্রের সঙ্গে বিবাহ করছেন সেই পাত্রের বয়স ২১ বছরের বেশি হতে হবে।
  7. কন্যার নামে একটি চালু থাকা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  8. যেহেতু উপস্থিত প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে একাউন্টে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাংকের বই থাকা প্রয়োজন এবং সেই বইয়ের ফটোকপি অ্যাপ্লিকেশন সঙ্গে দেওয়া উচিত।
  9. ব্যাংকের বইয়ের ফটোকপিতে অ্যাকাউন্ট হোল্ডার এর নাম, আই.এফ.এস.সি কোড, একাউন্ট নাম্বার, এম.আই.সি.আর কোড উল্লেখ করা উচিত।

রূপশ্রী প্রকল্পের ফর্ম কোথায় জমা দিতে হবে? (Where to Submit the form of Rupashree Prakalpa?)

সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পুর্ণ আবেদনপত্রটি নিম্নলিখিত অফিস জমা দিতে হবে।

  1. গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস
  2. মিউনিসিপাল এলাকার জন্য সাব-ডিভিশনাল অফিসারের অফিস
  3. কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনারের অফিস বা ওয়ার্ড অফিস

রূপশ্রী প্রকল্পের আবেদন কিভাবে অনুমোদিত হয় এবং উপভোক্তার কাছে কিভাবে প্রকল্পের সুবিধা পৌছে দেওয়া হয়? (How the form of rupashree Prakalpa is accepted and Benificiary gets the Benefit)

  1. অনুসন্ধানকারী আধিকারিক আবেদনকারীর বসবাসের এলাকায় আবেদনপত্র এবং সংশ্লিষ্ট তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা করেন।
  2. অনুমোদনকারী আধিকারিক (বি.ডি.ও/এস.ডি.ও/কমিশনার) সফলভাবে যাচাই করা আবেদনপত্রগুলি অনুমোদন করেন।
  3. যদি ডকুমেন্টস-এ কিছু ভুল থাকে তবে আবেদনকারীকে জানানো হয়ে থাকে এবং বাতিল এর কারণ জানানো হয়।
  4. এরপর সংশ্লিষ্ট অফিসার অনুমোদনপ্রাপ্ত আবেদনকারীকে অনুমোদিত অর্থ সরাসরি তার ব্যাঙ্কে ট্রান্সফার করবেন। এখন এটি সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে হয়ে থাকে।
Work flow of Rupashree Prakalpa

আরও পড়ুন : Student Credit Card West Bengal, Student Credit Card Apply Online, Eligibility: সম্পূর্ণ বিবরণ [2024]

রূপশ্রী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents required to apply for Rupashree Prakalpa)

নিম্নলিখিত ডকুমেন্টগুলো আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে :

  1. পাত্রী ও পাত্রের দুজনেরই জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, মাধ্যমিকের Admit কার্ডের জেরক্স, প্রাইমারি স্কুল ছাড়ার পরে স্কুল লিভিং সার্টিফিকেট ।
  2. প্রমাণপত্র: যে আপনি আগে বিবাহ করেননি।
  3. পাত্রীর পরিবারের ইনকাম সার্টিফিকেট।
  4. উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
  5. স্ব-প্রত্যয়িত ব্যাংকের বইয়ের জেরক্স, যেখানে একাউন্ট হোল্ডারের নাম আই.এফ.এস.সি কোড, এম.আই.সি.আর কোড এবং একাউন্ট নম্বর স্পষ্ট ভাবে উল্লেখ আছে।
  6. বিবাহের প্রমাণপত্র হিসেবে বিবাহের নিমন্ত্রণ পত্র।
  7. পাত্রের ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রয়োজন যেমন জন্ম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড, আধার কার্ড, প্রাইমারি স্কুল ছাড়ার পর স্কুল লিভিং সার্টিফিকেট
  8. রঙিন ফটো পাত্র এবং পাত্রী দুজনেরই।

Rupashree Prakalpa Form Download/ রূপশ্রী প্রকল্পের ফর্ম ডাউনলোড

রূপসী প্রকল্পের ফর্মটি  https://banglayojona.in/ https://banglayojona.in/rupashree-prakalpa-west-bengal পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন।

রূপশ্রী প্রকল্পটিতে  আবেদন করার পদ্ধতি (How to apply in Rupashree Prakalpa)

আবেদন পত্রটি গ্রহণ করার পর সেটি যথাযথ পূরণ করে সংলিষ্ট ডকুমেন্টস দিয়ে প্রযোজনীয় দপ্তরে জমা করতে হবে।

নিচে রূপশ্রী প্রকল্প এর আবেদন পত্র পূরণ করার পদ্ধতি দেওয়া হল : 

Applicant’s Details/আবেদনকারীর বিবরণ:

  1. Name (Must be spelt exactly as it is in your bank account) / নাম (ব্যাঙ্ক একাউন্টে যে নাম আছে সেই নামের বানান লিখুন)
  2. Date of birth (জন্মের তারিখ)
  3. Proposed date of marriage (প্রস্তাবিত বিবাহের তারিখ)
  4. Address of the Venue for the Proposed Wedding Ceremony (প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা)
  5. House No. (বাড়ির নং)
  6. GP. / Ward (ate পঞ্চায়েত / ওয়ার্ড)
  7. Road/Street (রাস্তার নাম)
  8. Block/SD-Municipality, SD-Municipal Corporation
  9. (ব্লক / মহকুমা-মিউনিসিপ্যালিটি / কর্পোরেশন)
  10. Police Station (থানা)
  11. District (জেলা)
  12. Post Office (পোস্ট অফিস)
  13. Pin code (পিন কোড)
  14. Mother’s name (মাতার নাম)
  15. Father’s name (পিতার নাম)

Current Address (বর্তমান ঠিকানা)

  1. House No (বাড়ির নং)
  2. Road/Street (রাস্তার নাম)
  3. Police Station (থানা)
  4. Post Office (পোস্ট অফিস)
  5. G.P./ Ward (পঞ্চায়েত / ওয়ার্ড)
  6. Block/SD-Municipality, SD-Municipal Corporation Block/SD-Municipality, SD-Municipal Corporation (ব্লক/মহকুমা-মিউনিসিপ্যালিটি/কর্পোরেশন)
  7. District (জেলা)
  8. State (রাজ্য)
  9. Pin code (পিন কোড)
  10. Contact Mobile No. (যোগাযোগের মোবাইল নং)

Permanent Address  (স্থায়ী ঠিকানা)

  1. House No (বাড়ির নং)
  2. Road/Street (রাস্তার নাম)
  3. Police Station (থানা)
  4. Post Office (পোস্ট অফিস)
  5. G.P./ Ward (পঞ্চায়েত / ওয়ার্ড)
  6. Block/SD-Municipality, SD-Municipal Corporation Block/SD-Municipality, SD-Municipal Corporation (ব্লক/মহকুমা-মিউনিসিপ্যালিটি / কর্পোরেশন)
  7. District (জেলা)
  8. State (রাজ্য)
  9. Pin code (পিন কোড)
  10. Contact Mobile No. (যোগাযোগের মোবাইল নং)

Bank Details (ব্যাঙ্ক একাউন্ট-এর বিবরণ)

Your account should be able to receive Rs. 25,000/- at a time.
(আপনার আ্যাকাউন্টটিতে যেন এককালীন 25000/- টাকা ঢোকার সুযোগ থাকে)

  1. Account No. (আ্যাকাউন্ট নং)
  2. IFS Code (আই.এফ.এস. কোড)
  3. MICR No. (এম.আই.সি.আর. নং)
  4. Bank Name (ব্যাঙ্ক এর নাম)
  5. Branch Name (শাখার নাম)
  6. Branch Address (Bankএর ঠিকানা)

Other personal information collected for the purpose of record only (শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য) (Tick as applicable)

(অন্যান্য ব্যক্তিগত তথ্য )

  1. Education Level (শিক্ষার স্তর)
  2. Caste (জাতি)
  3. Religion (ধর্ম)

Groom’s Details (পাত্রের বিবরণ)

  1. Name in full (পুরো নাম)
  2. Date of Birth (জন্ম তারিখ)
  3. Mother’s Name (মাতার নাম)
  4. Father’s Name (পিতার নাম)

Current Address of Goom (পাত্রের বর্তমান  ঠিকানা)

  1. House No. (বাড়ির নং)
  2. Road/Street (রাস্তার নাম)
  3. Police Station (থানা)
  4. Post Office (পোস্ট অফিস)
  5. G.P./ Ward (পঞ্চায়েত / ওয়ার্ড)
  6. Block/SD-Municipality, SD-Municipal Corporation Block/SD-Municipality, SD-Municipal Corporation (ব্লক / মহকুমা-মিউনিসিপ্যালিটি / কর্পোরেশন)
  7. District (জেলা)
  8. State (রাজ্য)
  9. Pin code (পিন কোড)
  10. Contact Mobile No. (যোগাযোগের মোবাইল নং)

Permanent Address of Goom (পাত্রের স্থায়ী ঠিকানা)

  1. House No. (বাড়ির নং)
  2. Road/Street (রাস্তার নাম)
  3. Police Station (থানা)
  4. Post Office (পোস্ট অফিস)
  5. G.P./ Ward (পঞ্চায়েত / ওয়ার্ড)
  6. Block/SD-Municipality, SD-Municipal Corporation Block/SD-Municipality, SD-Municipal Corporation (ব্লক / মহকুমা-মিউনিসিপ্যালিটি / কর্পোরেশন)
  7. District (জেলা)
  8. State (রাজ্য)
  9. Pin code (পিন কোড)
  10. Contact Mobile No. (যোগাযোগের মোবাইল নং)

Declarations and Documents submitted (ঘোষণা ও দাখিল করা কাগজপত্র)

I declare that: (আমি ঘোষণা করছি যে:)

  1. l am un-married, and the proposed marriage is my first marriage (আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ)
  2. My family income is not more than Rs. 1.50 lakhs per annum (পারিবারিক বাৎসরিক আয় 1.5 লাখের বেশি না)
  3. I am a resident of West Bengal (i.e. I was born in West Bengal and I have lived in West Bengal for the last 5 years (আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি )
  4. l am above 18 years old (আমার বয়স 18 বছরের উর্ধ্বে )
  5. Submit any one of the following (যে কোনও একটি নথি জমা দিন: জন্ম শংসাগত্র, ভোটার এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, School Leaving Certificate, Madhyamik Admit Card, প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র)
  6. I have an active bank account for which Iam the sole account holder
    (আমার নিজের নামে একটি সচল ব্যাক আ্যাকাউন্ট আছে)
  7. Proof of proposed marriage (প্রস্তাবিত বিবাহের প্রমাণ). Submit any of one the following: Marriage invitation card/ Marriage Registration Notice/ Self Declaration (যে কোনও একটি নথি জমা দিন, যেমন, বিবাহের নিমন্ত্রণের কার্ড, বিবাহ নথিভুক্তকরণের নোটিশ, স্ব-ঘোষণা)
  8. I am submitting my Aadhar Number with following declaration (copy enclosed)

Consent for AADHAR Authentication

|, the holder of Aadhaar Number, ……………………..hereby give my consent to Women & Child Development and Social Welfare Department, Government of West Bengal to obtain my Aadhaar number, Name and Fingerprint/Iris for authentication with UIDAI. Women & Child Development and Social Welfare Department, Government of West Bengal has informed that my identity information would only be used for Rupashree Prakalpa” database authentication and also informed that my biometrics will not be stored/shared and will be submitted to CIDR only for the purpose of authentication.

Signature of the Aadhaar Number Holder/I Agree

Name of the applicant

8. My prospective groom is above 21 years old (Submit any of one the following: Birth Certificate/ AADHAAR Card/PAN Card/ Govt. Recognized School Leaving Certificate/ Madhyamik Admit Card)
(আমার পাত্রের বয়স ২১ বছরের বেশি এবংএতদ্বারা বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি: জন্ম শংসাপত্র, ভোটার এপিক কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, School Leaving Certificate, মাধ্যমিকের Admit কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র)

I will be liable if any of the above information is found to be false (উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো )

Date (তারিখ):                                                          Signature of Applicant (আবেদনকারীর স্বাক্ষর)

Rupashree Prakalpa

রূপশ্রী প্রকল্প থেকে টাকা পাওয়ার পদ্ধতি (How to get money from Rupashree Prakalpa)

আবেদনকারী রূপশ্রী প্রকল্পটিতে আবেদন করার পর সেটি যদি গৃহিত হয় তবে, আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট-এ 25,000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে মানে সরাসরি গৃহিত হবে।

আমার রূপশ্রী প্রকল্প-এর স্টেটাস চেক(How can I check my Rupashree status?)

নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করুন:

  1. রূপশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট-এ যান বা এখানে ক্লিক করুন https://wbrupashree.gov.in/admin/Login/
  2. এরপর USERNAME এবং PASSWORD এন্টার করুন ।
  3. নিচে দেওয়া Captcha দিয়ে SIGN IN বাটন-এ ক্লিক করুন ।

এই ভাবে রূপশ্রী স্টেটাস জানা যাবে ।

What is the amount of Rupashree in 2025? (রূপশ্রী প্রকল্প থেকে কত টাকা পাওয়া যায় ?)

রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার থেকে ২৫০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কোনো পরিবারে শুধুমাত্র ২ জন কন্যা সন্তান বিবাহের জন্য সর্বোচ্চ দুইবার এই প্রকল্প থেকে টাকা পেতে পারবেন।

How to claim Rupashree? (রূপশ্রী প্রকল্প কিভাবে দাবি করা যায় ?)

কন্যার বিবাহের পূর্বে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সরকারী দপ্তর থেকে আবেদন পত্র গ্রহণ করে অথবা অনলাইন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে পারবেন। এইসব দপ্তর থেকে রূপশ্রী আবেদন পত্র পাবেন :

  • গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস
  • মিউনিসিপাল এলাকার জন্য সাব-ডিভিশনাল অফিসারের অফিস
  • কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনারের অফিস, বরো অফিস বা ওয়ার্ড অফিস
  • অথবা ফর্মটি http://www.wbcdwdsw.gov.in পোর্টাল থেকে ডাউনলোড করেও পাওয়া যায়।

এরপর ফর্ম পূরণ করে আবেদন পত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সমেত উপরিউক্ত অফিসে জমা দিতে হবে। এইভাবে রূপশ্রী প্রকল্প থকে ২৫০০০ টাকা দাবি করতে পারবেন।

Can I apply for Rupashree after marriage? / বিয়ের পর কি রূপশ্রী প্রকল্পে আবেদন করা যেতে পারে?

বিবাহের আগে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হয়। বিবাহের পর আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। তবে বিবাহের আগে ৩০-৬০ দিনের মধ্যে আবেদন করতে না পারলে, এবং কর্তৃপক্ষের কাছে উপযুক্ত কারণ দেখাতে পারলে আপনার আবেদনটি গৃহিত হতে পারে।

What is the amount of Rupashree?/ রূপশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয় ?

রূপশ্রী প্রকল্পে কন্যার বিবাহের জন্য ২৫০০০ টাকা দেওয়া হয়, এবং এই টাকা বিবাহের ৫ দিন আগে কন্যার নিজস্ব একাউন্টে গৃহিত হয়।

Who are the beneficiary of Rupashree?/ কারা রূপশ্রী প্রকল্পের জন্য যোগ্য ?

পশ্চিমবঙ্গের কন্যারা যারা বিবাহ করতে যাচ্ছেন এবং যদি তাদের বয়স 18-এর ওপরে হয় তবেই তাঁরা রূপশ্রী প্রকল্পের জন্য যোগ্য।

রূপশ্রী প্রকল্প হেল্পলাইন নম্বর/ Rupashree Prakalpa Helpline Number

  • Rupashree Prakalpa Helpline Number: 033-23373846
  • Rupashree Prakalpa Helpline Email: support.rupashree-wb@nic.in
  • এবং পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর হেল্পলাইন ইমেইল : secy.wcdsw@gmail.com

কোন কোন ক্ষেত্রে রূপশ্রী প্রকল্প থেকে টাকা পাবেন না / When You will not get money through  Rupashree Prakalpa

  1. যদি পরিবারের আয় ১.৫ লাখের বেশি হয়।
  2. যদি কন্যা সন্তান যিনি বিবাহ করবেন তিনি তৃতীয় কন্যা সন্তান হন। সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবেন না।
  3. যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোন রাজ্যের সঙ্গে বিবাহ করেন সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।
  4.  যদি কন্যা সন্তান নূন্যতপক্ষে দশম শ্রেণী পাস না হন, সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের টাকা পাবেন না।
  5. যদি জন্ম প্রমাণপত্র, আইডেন্টিটি প্রমাণ পত্র, ইনকাম সার্টিফিকেট কিংবা বিবাহের নিমন্ত্রণ পত্র বা অন্য কোন ডকুমেন্টে কোনরকম ত্রুটি থাকে সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্প থেকে বাতিল করা হতে পারে।

রূপশ্রী প্রকল্প : সারমর্ম/ Summary

রূপশ্রী প্রকল্পটি জনগণের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য হয়েছে কারণ বিগত কয়েক বছরের সার্ভে অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ক্ষেত্রে এই টাকার অংকটি আর্থিক এবং মানসিক শান্তির জায়গা তৈরি করেছে তবে এই প্রকল্পটির বেনিফিট পাওয়ার জন্য কতগুলি শর্ত মেনে চলতে হবে যেমন পরিবারের দুজন কন্যা সন্তানের বেশি এই প্রকল্পের সুবিধা পাবেন না। বিবাহ করা ছয় মাস আগে থেকে তিন মাস আগে পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে।

আর্থিক সহায়তা এককালীন ২৫ হাজার টাকা রূপশ্রী প্রকল্পের আওতায় দেওয়া হয় । সাধারণত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য যাদের ইনকাম বছরে ১.৫ লাখ এর কম তাদের জন্য। এই প্রকল্পের উদ্দেশ্য কন্যা সন্তানদের সম্মানের সঙ্গে বিবাহ দেওয়া, তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করা এবং সম্মানের সহিত অন্য পরিবারের সাথে সংযুক্ত করা ।

Important links/ প্রয়োজনীয় লিংকস

Sources And References

Website – Department Of Women & Child Development And Social Welfare

Rupashree Prakalpa in West Bengal: FAQs

1. রূপশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

এককালীন 25,000/- টাকা দেওয়া হয়।

2. কিভাবে রূপসী প্রকল্পে আবেদন করবো?

BDO/SDO/MUNICIPAL CORPORATION/ MUNICIPAL COMMISSION এর অফিস থেকে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে বিবাহে 30 দিন আগে জমা করুন।

3.কোন কোন ক্ষেত্রে রূপসী প্রকল্পের টাকা পাওয়া যাবে না?

1. যদি পরিবারের আয় ১.৫ লাখের বেশি হয়।
2. কন্যা সন্তান যিনি বিবাহ করবেন তিনি তৃতীয় কন্যা সন্তান হন। সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের আওতায় আসতে পারবেন না।
3. যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোন রাজ্যে বিবাহ করেন সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।4. যদি কন্যা সন্তান নূন্যতপক্ষে দশম শ্রেণী পাস না হন, সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্পের টাকা পাবেন না।
5. যদি জন্ম প্রমাণপত্র, আইডেন্টিটি প্রমাণ পত্র, ইনকাম সার্টিফিকেট কিংবা বিবাহের নিমন্ত্রণ পত্র বা অন্য কোন ডকুমেন্টে কোনরকম ত্রুটি থাকে সেক্ষেত্রে রূপশ্রী প্রকল্প থেকে বাতিল করা হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *