|

Student Credit Card West Bengal, Student Credit Card Apply Online, Eligibility: সম্পূর্ণ বিবরণ [2025]

West Bengal Student Credit Card
Spread the love

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ( Student Credit Card West Bengal): পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুযোগ এবং পড়াশোনার মান কে উন্নত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন । এর মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা যাতে করে টাকা পয়সা বাধা বিঘ্নতা পেরিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্যে এই প্রকল্পের শুরু। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এমনকি প্রফেশনাল ডিগ্রী বা অন্য সমকক্ষের ডিগ্রী গ্রহণ করলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের সাহায্যে নিতে পারবেন।

এমনকি ছাত্রছাত্রীরা যদি Engineering, Medical, IAS, IPS, Law প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতির ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম থেকে লোন নিতে পারেন। পশ্চিমবঙ্গের কোন স্টুডেন্ট সবচেয়ে বেশি ১০ লাখ টাকা লোন পেতে পারেন এবং এই লোনটি  ৪% সরল সুদের হারে যেটি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক অথবা স্টেট কো-অপারেটিভ ব্যাংক থেকে অনুমোদন হবে। এই লোনটি পেতে গেলে কোনরকম সিকিউরিটি ডিপোজিট বা গ্যারান্টি বা Colateral ব্যাংকের কাছে জমা রাখতে হবে না। যদি পড়াশোনার সময় ছাত্র-ছাত্রী সুদের পরিমাণটা মিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও ১% ছাড় দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটি গ্রহণ করার সর্বোচ্চ বয়স হল ৪০ বছর। এবং এই টাকাটি পরিশোধ করা সময়সীমা হল 15 বছর। স্কিম সম্পর্কে আরো জানতে নিচে বিস্তারিত বিবরণ দেখুন।

আরো জানুন : বিয়ে করার জন্য সরকার দেবে টাকা|Rupashree Prakalpa West Bengal Status? How to apply Rupashree Prakalpa? Rupashree Form PDF: সম্পূর্ণ বিবরণ [2024]

Contents hide

পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর উদ্দেশ্য (Objectives of Student Credit Card Scheme in West Bengal)

West Bengal Student Credit Card Objective

পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা যাতে করে তাদের পরিবারের আর্থিক বাধা পেরিয়ে উচ্চ শিক্ষা অথবা রিসার্চ  করতে পারে সে কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা পর্ষদ এই পদক্ষেপটি গ্রহণ করেছে। এর ফলে গ্রামের কিংবা শহরের প্রত্যন্ত এলাকার থেকে শুরু করে  শহর এলাকা পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের পছন্দের ক্যারিয়ার বেছে নিতে পারবে এর ফলে রাজ্যের তথা দেশের শিক্ষার পরিমাণও বাড়বে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সম্পর্কে বিবরণ / Overview of Student Credit Card in West Bengal

প্রকল্পের নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম
রাজ্যপশ্চিমবঙ্গ 
বেনিফিসিয়ারী পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা
প্রকল্প শুরুর তারিখ ২০২১ সাল থেকে
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এ আবেদনের তারিখ2025 বর্ষে এখনো চালু আছে
বয়স সীমা৪০ বছর পর্যন্ত
সুবিধা অর্থাৎ টাকার পরিমান১০ লক্ষ টাকা পর্যন্ত
Official websitehttps://wbscc.wb.gov.in/

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর বিবরণ (Details of Student Credit Card in West Bengal)

পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমএর বৈশিষ্ঠগুলি হল :

  1. এই স্কিম এর প্রধান বৈশিষ্ট্য হল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা/রিসার্চ করার জন্য আর্থিক বাধার সম্মুখীন না হয় তার জন্য লোন দেওয়া।
  2. সর্বোচ্চ ১০ লাখ টাকা এই স্কিম এর আওতায় পাওয়া যেতে পারে।
  3. ৪% সরল সুদের হারে এই লোনটি পরিশোধ করতে হবে।
  4. লোনটি রাজ্যের কো-অপারেটিভ ব্যাংক কিংবা সেন্ট্রাল গভমেন্টের কো-অপারেটিভ ব্যাংক থেকে প্রদান করা হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণের ক্ষেত্রে যোগ্যতা (Student Credit Card West Bengal Eligibility)

Application Dashboard West Bengal Student Credit Card
  1. যে ছাত্রছাত্রী এই লোনটির জন্য আবেদন করছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে।
  2. ছাত্র বা ছাত্রী থেকে বিগত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।
  3. এই সম্পর্কে একটি ডিক্লারেশন দিতে হবে যেটি পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েবসাইটে পাওয়া যাবে।
  4. ছাত্রছাত্রীকে অবশ্যই ভারত কিংবা ভারতের বাইরে যেকোনো একটি ইনস্টিটিউশনে ভর্তি নিতে হবে। সেটি কোন স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য ইনস্টিটিউশন যেমন IITs, IIMs, IISc, IIESTs, ISIs, NLUs, AIIMSs, NITs, XLRI, BITS, SPA, NID, IIFTs, ICFAI Business School etc. অথবা বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন যেগুলি Engineering/ Medical/ Law, IAS, IPS, WBCS, SSC প্রভৃতি পরীক্ষার জন্য কোচিং দেয় এমন ইনস্টিটিউশন হতে হবে।
  5. ছাত্রছাত্রীকে উপরিউক্ত ইনস্টিটিউশন গুলিতে ভর্তির পরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়ার জন্য, অনলাইনে আবেদন করতে হবে এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের উচ্চতর শিক্ষা বিভাগ থেকে একটি পোর্টাল বানানো হয়েছে।
  6. স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটি পেতে পারেন যদি আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হয়।
  7. ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড Apply করার পরে তাদের আধার নম্বর বা ক্লাস টেনের রেজিস্ট্রেশন নম্বরটি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালে সংযুক্ত করা হয়।
  8. এরপরে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকে এইসব ডকুমেন্টস পাঠিয়ে দেয় যাতে করে তারা ভেরিফাই করতে পারে।
  9. এরপরে নির্দিষ্ট ব্যাংকটি প্রয়োজনীয় ফিজিক্যাল ভেরিফিকেশন করেন এবং আর.বি.আই এর গাইডলাইন মেনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইস্যু করে।
  10. প্রতি ডিপার্টমেন্ট, ইনস্টিটিউশন এবং ব্যাংক লেভেলে আলাদা আলাদা ড্যাশবোর্ড রয়েছে এবং নোডাল অফিসার তা পর্যবেক্ষণ করেন ।
  11. স্টুডেন্টদের তাদের পরীক্ষায় প্রগ্রেস রিপোর্ট বা মার্কশিট আপলোড করতে হয় এই পোর্টালে ।

আরও জানুন : দুর্দান্ত সুযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প-এ: Lakshmir Bhandar Scheme: Full Details, Status Check [2024]

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর সুদের হার (Interest Rate at Student Credit Card Loan)

যে সমস্ত ছাত্রছাত্রী লোন নেবেন তাদের জানা দরকার যে, সর্বোচ্চ ১০ লাখ টাকা লোন পেতে পারেন এবং সেই লোনটি ১৫ বছর এর মধ্যে ৪ শতাংশ সরল সুদ হারে আপনাকে চুকাতে হবে।

সাধারণ কোর্স ছাড়া অন্যান্য কোন কোর্সের ক্ষেত্রে ক্রেডিট কার্ড পেতে পারেন/ Other Course for Which Student Credit Card Scheme is elligible

দশম শ্রেণী বা তার পরের ক্লাস গুলিতে ছাত্রছাত্রীরা পাঠরত ছাত্রছাত্রীরা, Madrasahs, Colleges, Universities and other institutes like IITs, IIMs, IISc, IIESTs, ISIs, NLUs, AIIMSs, NITs, XLRI, BITS, SPA, NID, IIFTs, ICFAI Business School etc. or studying in various coaching institutes for appearing in different competitive examinations like Engineering/ Medical/ Law, IAS, IPS, WBCS, SSC etc

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর উদ্দেশ্য (Objectives of Student Credit Card Scheme of West Bengal)

সাধারণত শিক্ষা কিংবা রিসার্চ করার ক্ষেত্রে যদি অর্থনৈতিক বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর মাধ্যমে ১০ লাখ টাকার লোন দিয়ে থাকে । এই লোনটির অন্যান্য বৈশিষ্ট্য হলো:

  1. Course fees payable to the School/ Madrasah/ College/ University / Professional Institutes like IITs, IIMs, IIESTs, ISIs, NLUs, AIIMSs, NITs, XLRI, IISCs, BITS, SPA, NID, IIFTs, ICFAI Business School etc. various competitive coaching institutes meant for different competitive examinations like Engineering/Medical/Law, IAS, IPS, WBCS, SSC etc
  2. Fees required for accommodation in School/ Madrasah/ College/ University/ Institution hostel or rent/license fees payable for living outside the hostel or fees required for living as a Paying Guest.
  3. Fees payable for caution deposit/ building fund / refundable deposit/ examination/ library/ laboratory fees to be supported by Institution’s bills/ receipts.
  4. Cost of purchasing of books/ Computer/ Lap-top/ Tablet/ equipments etc
  5. Any other expense required to complete the course such as study tours, project works, thesis, etc.
  6. The student can incur expenditure up to 30% of the total loan sanctioned for non-institutional expenses for the whole course of study
  7. Up to 20% of the total loan sanctioned can be used as living expenses for the duration of the course

কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এ টাকা দেওয়া হয় (How the loan is disbursed through Student Credit Card Scheme in West Bengal)

  1. কোর্স ফি এবং অন্যান্য ফি, সরাসরি ইনস্টিটিউশন এর একাউন্টে ক্রেডিট করা হয় ।
  2. স্টুডেন্টদের কম্পিউটার ল্যাপটপ, বই, ও অন্যান্য দ্রব্য এবং থাকার জন্য যে খরচ সেটি স্টুডেন্ট এর  ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হয়।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের শোধ করার নিয়মাবলী (How to repay the loan of Student Credit Card Scheme)

  1. লোন নেওয়ার পনেরো বছরের মধ্যে করতে হবে এখানে ছুটির দিনগুলোকে ও ধরা হবে ।
  2. ছাত্র-ছাত্রীরা কিংবা তার পিতা-মাতা এই পনেরো বছরের আগে যে কোন সময় লোনটি পরিশোধ করতে পারে চার্জ দিতে হবে না।
  3. যদি পড়াশুনো চলাকালীন পুরো সুদ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ১% ছাড় দেওয়া হবে ।
  4. উক্ত  আসল এবং ৪% সরল সুদের  হিসাবের ভিত্তিতে যে সুদ হয় পুরো টাকাটি পরিশোধ করতে হবে ।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড Apply করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required to apply Student Credit Card Scheme in West Bengal)

  1. আবেদনকারীর রঙিন ফটো
  2. সহ-আবেদনকারী রঙিন ফটো
  3. ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর
  4. সহ-ঋণ গ্রহীতার বা অভিভাবকের স্বাক্ষর
  5. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র
  6. সহ-ঋণ গ্রহীতার বা অভিভাবকের ঠিকানা 
  7. ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার রশিদ
  8. প্যান কার্ড/ প্যান কার্ড না থাকে তাহলে অঙ্গীকার পত্র যেটি ওয়েবসাইট এ পাওয়া যাবে
  9. উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত কর্তৃপক্ষের থেকে দেওয়া সংশাপত্র বা Prospectus যেখানে হোস্টেল খরচ, টিউশন খরচ বা অন্যান্য খরচ উল্লেখ থাকে
  10. উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট বা সংস্থাপত্র

কোন কোন খরচের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে ঋণ দেওয়া হয় (For which purpose Student Credit Card loan is provided)

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে নিম্নলিখিত খরচ গুলির জন্য দেওয়া হয়

  1. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি দেওয়ার জন্য যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বৃত্তিমূলক কোচিং ক্লাস, এছাড়া UPSC, SSC, PSC পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোচিং ইনস্টিটিউশন এর fees ও এই প্রকল্পের আওতায় পড়ে। এর মধ্যে পরীক্ষার খরচ, লাইব্রেরি খরচ কিংবা অন্যান্য খরচ যেমন থাকার বাড়িভাড়া, লাইসেন্স ফ্রি ইত্যাদি সমস্ত ধরা হয়।
  2. বইপত্র/কম্পিউটার/ল্যাপটপ /ট্যাবলেট ইত্যাদি কেনার খরচ।
  3. শিক্ষামূলক ভ্রমণ প্রজেক্ট বা থিসিস ইত্যাদির খরচ ।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর আওতায় কোন কোন ব্যাংক ঋণ দেবে এবং ক্রেডিট কার্ড প্রদান করবে (Which Bank provide Student Credit Card and Provide loan)

দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাংক, প্রতি জেলার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ বাদে) এবং পাবলিক সেক্টর ব্যাংক,  প্রাইভেট ব্যাংক এবং গ্রামীন ব্যাঙ্ক এই প্রকল্পের আওতায় ঋণ দেবে ।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের পদ্ধতি (Student Credit Card West Bengal Apply online)

West Bengal Student Credit Card Application
  1. https://wbscc.wb.gov.in অথবা www.wb.gov.in website দেখুন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড ট্যাবে ক্লিক করুন বা https: //wbscc.wb.gov.in এ লগ ইন করুন, “স্টুডেন্ট রেজিস্ট্রেশন” বিকল্পটিতে ক্লিক করুন, রেজিস্ট্রেশন ফর্ম পূরন করুন এবং তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে “রেজিস্টার” বাটনে ক্লিক করুন।
  2. পাসওয়ার্ডটি শক্তিশালী হওয়া উচিত। এতে অন্তত আটটি অক্ষর অন্তত থাকতে হবে, যার মধ্যে অন্তত একটি বড় হাতের কর্ণ (A-Z), একটি ছোট হাতের কর্ণ (a-z), একটি সংখ্যা (0-9) এবং একটি বিশেষ চিহ্ন (@, #, $) থাকতে হবে।
  3. এরপর প্রয়োজনীয় ডিটেলস ভরুন ।

গুরুত্বপূর্ণ লিংকস /Important Links

  1. https://wbscc.wb.gov.in/
  2. https://wbscc.wb.gov.in/Contact
  3. https://wbscc.wb.gov.in/assets/StudentManual.pdf

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *