তপসিলি বন্ধু ও জয় জোহর প্রকল্প (Taposili Bandhu and Joy Johar Pension Scheme in West Bengal): সম্পূর্ণ বিবরণ

তপসিলি বন্ধু কী?
৬০ বছর বা তার বেশি বয়সের তপসিলি জাতি (Scheduled Caste) ব্যক্তিদের জীবনযাবনের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকার তপশিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে 1000/- টাকা পেনশন দিচ্ছে ।
জয় জোহর কী?
তপসিলি উপজাতি (ST) ব্যাক্তিগন যাদের বয়স ৬০ বছর বা তার বেশি, তাদেরকে প্রশ্চিমবঙ্গ সরকার জয় জোহর প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে 1000/- টাকা পেনশন দিয়ে থাকে।
কত টাকা পেনশন দেওয়া হয় ?
তপশিলি বন্ধু এবং জয় জোহর প্রকল্প এই দুই প্রকল্পেই মাসিক 1000/- টাকা পেনশন দেওয়া হয়।
তপসিলি বন্ধু ও জয় জোহর পেনশন: যোগ্যতা
- আবেদনকারীর বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে।
- আবেদনকারীকে তপসিলি জাতি বা তপসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
- অন্য কোনো সামাজিক সুরক্ষা পেনশন পেলে এই দুই প্রকল্পের সহায়তা পাওয়া যাবে না।
- আবেদনকারীর নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
কোথায় আবেদন করতে হবে?
- গ্রামীণ এলাকায়: বিডিও অফিসে।
- পৌর এলাকায়: কমিশনার-এর অফিসে
- কলকাতা পৌর কর্পোরেশন এলাকার জন্য: কমিশনারের অফিস।
- আবেদনপত্র বিনামূল্যে অফিস থেকে সংগ্রহ করা যায় অথবা www.jaibangla.wb.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যায়।
- আবেদন ফর্ম ডাউনলোড লিংক 👈
আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
- পাসপোর্ট সাইজের ছবি
- কাস্ট/ট্রাইব সার্টিফিকেট (না থাকলে পিতৃকূলের সদস্যের সার্টিফিকেট জমা দিতে হবে)
- ডিজিটাল রেশন কার্ড
- ভোটার কার্ড।
- বসবাসের প্রমাণপত্র
- ব্যাঙ্ক পাসবুকের কপি
- বয়সের প্রমাণপত্র
তপসিলি বন্ধু ও জয় জোহর পেনশন কোন বিভাগ থেকে প্রদান করা হয়?
- তপসিলি বন্ধু প্রকল্পটি অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ থেকে প্রদান করা হয়।
- জয় জোহর প্রকল্পটি উপজাতি উন্নয়ন বিভাগ থেকে দেওয়া হয়।
পেনশন কি নগদে প্রদান করা হয়?
না, পেনশনের টাকা সরাসরি পেনশনভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT এর মাধ্যমে দেওয়া হয়।
source: https://cm.wb.gov.in/ncmo/Public/Scheme_Master.aspx