শিক্ষাশ্রী প্রকল্প (West Bengal Shikshashree Scheme): সম্পূর্ণ বিবরণ

Shikshashree Scheme: ২০১৪-১৫ সালে, পশ্চিমবঙ্গ সরকার “শিক্ষাশ্রী প্রকল্প” টি চালু করে। আগে তপশিলি জাতি (SC) শিক্ষার্থীদের জন্য বই অনুদান ও রক্ষণাবেক্ষণ অনুদান (Book Grants & Maintenance Grants) দেওয়া হত।
পরে এই দুটি প্রকল্পকে যুক্ত করে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণী -এর মধ্যে পাঠরত তপশিলি জাতি (SC) শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য “শিক্ষাশ্রী প্রকল্প”তে রুপান্তরিত করা হয়।
আগের দুটি প্রকল্প-এর পদ্ধতি খুবই জটিল এবং সময়সাপেক্ষ ছিল সেটি দুর করার জন্য এবং পদ্ধতিটিকে আরও সহজ করার জন্য “শিক্ষাশ্রী প্রকল্প” চালু হয়েছে।
Contents
সুবিধাসমূহ
পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত SC শিক্ষার্থীদের আর্থিক সহায়তার হার:
- পঞ্চমশ্রেণি: 750/- টাকা
- ষষ্ঠ শ্রেণী: 750/- টাকা
- সপ্তম শ্রেণী: 750/- টাকা
- অষ্টম শ্রেণী: 800/- টাকা
শিক্ষাশ্রী প্রকল্পের উদ্দেশ্য
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত তপশিলি জাতি (SC) শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া।
- স্কুলে বিদ্যার্থীর সংখ্যা বৃদ্ধি করা।
- বিশেষত মেয়ে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার সংখ্যা বৃদ্ধি করা
শিক্ষাশ্রী প্রকল্প: যোগ্যতা
- শিক্ষার্থীকে তপশিলি জাতির (SC) অন্তর্ভুক্ত হতে হবে।
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হতে হবে।
- শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
- যারা রেগুলার শিক্ষার্থী তারাই এই সাহায্য পাবেন।
- শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো সরকারি, সরকার অনুমোদিত বা সরকার স্বীকৃত বিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হতে হবে।
- শিক্ষার্থী একই সময়ে দুইটি বা তার বেশি ভাতা বা বৃত্তি পাবে না। যদি তা ধরা পড়ে, তাহলে ওই বৃত্তির টাকা ফেরত দিতে হবে।
- আবেদনকারীর অবশ্যই ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- একটি শ্রেণির জন্য কেবল একবার এই ভাতা বা বৃত্তি বৃত্তি পাবেন। যদি শিক্ষার্থী কোনো শ্রেণি পুনরায় পড়ে, তাহলে পুনরায় ওই শ্রেণির জন্য বৃত্তি পাবে না।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করুন:
পশ্চিমবঙ্গের তপসিলী জাতি ও উপজাতি শ্রেণি কল্যান দপ্তরের ওয়েবসাইটে যান: https://oasis.gov.in/। তারপর, নিচের তথ্য প্রদান করে লগ ইন করুন:
- এখন Student registration-এ ক্লিক করুন।
- এরপর আপনার জেলা সিলেক্ট করুন।
- কিছু নির্দেশাবলী দেখাবে, দেখে নিয়ে আমি সহমত বাটন-এ ক্লিক করুণ।
- এরপর আপনার Caste certificate number, এবং Issuing Authority এর নাম দিন।
- ক্যাপ্টচা দিন এবং Submit করুন।

শিক্ষাশ্রী প্রকল্প: প্রয়োজনীয় ডকুমেন্টস
- পরিচয়পত্র (যেমন: আধার কার্ড)।
- জাতি শংসাপত্র।
- ঠিকানার প্রমাণপত্র।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- পাসপোর্ট সাইজের ছবি।
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
- শিক্ষাগত ডকুমেন্টস ইত্যাদি।
source:





